Book Name:Farooq-e-Azam ka Ishq-e-Rasool

তাঁর সন্তান হযরত আব্দুল্লাহ বিন ওমর رَضِیَ اللهُ عَنْہُ দাঁড়ালেন এবং নিজের অংশ চাইলেন তিনি رَضِیَ اللهُ عَنْہُ বললেন: তোমার জন্যও বড়ই মর্যাদা সম্মান এবং সাথে তাঁকে পাঁচশত দিরহাম দিয়ে দেন তিনি আরয করলেন: হে আমিরুল মুমিনিন! আমি তখনও হুযুরে পাকে صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে তলোয়ার নিয়ে আল্লাহ পাকের পথে যুদ্ধ করেছি যখন হাসান হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا অল্প বয়সি মাদানী মুন্না ছিলেন এরপরও আপনি তাঁদের এক হাজার দিরহাম করে দিলেন আর আমাকে দিলেন পাঁচশত দিরহাম? হযরত ওমর رَضِیَ اللهُ عَنْہُ একথা শুনার সাথেসাথেই আহলে বাইত رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين এর ভালবাসার সাগরে ঢেউ খেলে গেলো এবং প্রেম ভালবাসা উদ্বেলিত হয়ে বললেন: জি হ্যাঁ অবশ্যই! (যদি তুমি চাও যে, আমি তোমাকেও তাঁদের সমান অংশ দিই তবে) যাও প্রথমে তুমি হাসানাঈন করীমাঈন رَضِیَ اللهُ عَنْہُمَا এর পিতার মতো পিতা, তাঁদের মায়ের মতো মা, তাঁদের নানার মতো নানা, তাঁদের নানির মতো নানি, তাঁদের চাচার মতো চাচা এবং তাঁদের মামাদের মতো মামা এনে দাও এবং তুমি তা কখনো আনতে পারবে না কেননা اَبُوْهُمَا فَعَلِيُّ الْمُرْتَضٰى তাঁদের পিতা আলিউল মুরতাদ্বা শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ اُمُّهُمَا فَفَاطِمَةُ الزَّهْرَاء তাঁদের মা সায়্যিদা ফাতেমাতুয যাহারা رَضِیَ اللهُ عَنْہَا
جَدُّهُمَا مُحَمَّدُنِ الْمُصْطَفٰی তাঁদের নানা মুহাম্মদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
جَدَّتُهُمَا خَدِيْجَةُ الْكُبْرٰى তাঁদের নানি সায়্যিদা খাদিজাতুল কোবরা رَضِیَ اللهُ عَنْہَا
عَمُّهُمَا جَعْفَرُ بْنُ اَبِيْ طَالِبٍ তাঁদের চাচা হযরত জাফর বিন আবু তালিব رَضِیَ اللهُ عَنْہُخَالُهُمَا اِبْرَاهِيْمُ بْنُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ তাঁদের মামা রাসূলে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাহাজাদা হযরত ইব্রাহিম رَضِیَ اللهُ عَنْہُ خَالَتَاهُمَا رُقَيَّةُ وَاُمُّ كُلْثُوْمٍ اِبْنَتَا رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ এবং তাঁদের খালারা হলেন রাসূলুল্লাহ
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কন্যারা সায়্যিদা রুকাইয়া এবং সায়্যিদা উম্মে কুলসুম رَضِیَ اللهُ عَنْہُمَا (রিয়াযুন নাদ্বিরা, ১ম খন্ড, ৩৪০ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আপনারা আমিরুল মুমিনিন হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর ন্যায় অন্যান্য সাহাবীয়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان দেরও ইশকে রাসূলের সুন্দর