Book Name:Farooq-e-Azam ka Ishq-e-Rasool

فِي بَلَدِ رَسُولِكَ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ অর্থাৎ হে আল্লাহ! আমাকে তোমার পথে শাহাদত এবং তোমার মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শহরে মৃত্যু দান করো (বুখারী, কিতাবু ফাযায়িলিল মদীনা, ১ম খন্ড, ৬২২ পৃষ্ঠা, হাদীস ১৮৯০) এবং তাঁর এই উভয় দোয়াই কবুল হয়েছে

 اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর রাসূলের আনুগত্য

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি কেউ কাউকে ভালবাসার দাবী করে, তবে তাঁর মতো হোন, তাঁর আচরনকে আপন করে এবং তাঁর অনুসরনেই সারা জীবন অতিবাহিত করার চেষ্টা করে থাকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর ইশকে রাসুলের অনুমান এই বিষয়টি দ্বারাও করা যেতে পারে যে, তিনি رَضِیَ اللهُ عَنْہُ সকল ব্যাপারে প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুসরনই করতেন

বড় হয়ে যাওয়া জামার আস্তিন ছুরি দ্বারা কেটে নিলেন

    হযরত আব্দুল্লাহ বিন ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ যখন নতুন জামা পরিধান করলেন তখন ছুরি আনালেন এবং বললেন: হে বৎস! এর লম্বা আস্তিন ধরে টানো এবং যেখানে আমার আঙ্গুল রয়েছে এর সামনে থেকে কাপড় কেটে দাও আব্দুল্লাহ বিন ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: আমি তা কেটে তো দিলাম কিন্তু তা সোজা হলো না বরং উপরে নিচে হয়ে কাটলো আমি আরয করলাম: আব্বাজান! যদি কাঁচি দিয়ে কাটা হতো তবে ভাল হতো ওমর رَضِیَ اللهُ عَنْہُ বললেন: বৎস! তা এভাবেই রেখে দাও, কেননা আমি নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এভাবেই কাটতে দেখেছি তাই আমিও ছুরি দিয়ে আস্তিন কেটে দিলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ আস্তিন কাটার পর জামার অবস্থা এমন হলো যে, এর অনেক সুতা বের হয়ে তাঁর কদমে চুমু খেতে লাগলো

(মুস্তাদরাক হাকেম, কিতাবুল লিবাস, ৫ম খন্ড, ২৭৫ পৃষ্ঠা, হাদীস ৭৪৯৮)