Book Name:Imam e Hussain Ki Seerat

ইত্যাদি) টাখনুর উপরে থাকবে ইমামে আলী মাকাম رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি লক্ষ্য রেখেছেন

এবার ইমাম হুসাইনের প্রতি ভালোবাসার দাবিদাররা নিজেদের পোশাকের দিকে একটু খেয়াল করি, আমরা কি পোশাকে সুন্নতের খেয়াল রাখি নাকি আধুনিক ফ্যাশনের উপর চলি? আমাদের মাথায় কি সুন্নতের পাগড়ী শরীফ শোভা পায় নাকি না? আমাদের সালোয়ার, পাজামা বা প্যান্ট ইত্যাদি কি টাখনুর উপরে থাকে নাকি আধুনিক ফ্যাশনের (Latest Fashion) প্রতি অযাচিত ভালোবাসার কারণে টাখনুর নিচে ঝুলতে থাকে? আহ! আফসোস! আজকাল (ফ্যাশন-আসক্তি) যুগ চলছে চলাফেরা, ওঠা-বসা, খাওয়া-দাওয়া, পরা ইত্যাদিতে সুন্নতের খেয়াল রাখা তো দূরের কথা, অনেক মানুষ এই সুন্নতগুলো সম্পর্কে জানেই না হায়! ইমামে আলী মাকাম  رَضِیَ اللهُ عَنْہُ এর সদকায় আমাদের সুন্নতসমূহের প্রতি ভালোবাসা নসীব হোক হাদীস শরীফে আছে: مَنْ اَحَبَّ سُنَّتِی فَقَدْ اَحَبَّنِی وَمَنْ اَحَبَّنِی كَانَ مَعِیَ فِی الْجَنَّةِ যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকেই ভালোবাসলো এবং যে আমাকে ভালোবাসলো, সে জান্নাতে আমার সাথে থাকবে (মিশকাত, খন্ড: , পৃষ্ঠা: ৫৫, হাদীস: ১৭৫)

সীনা তেরী সুন্নাত কা মদীনা বনে আকা-

জান্নাত মে পড়োসি মুঝে তুম আপনা বানানা

ইসবাল কাকে বলে?

খেয়াল রাখবেন! সালোয়ার, পাজামা বা প্যান্ট ইত্যাদি টাখনুর (Ankles) নিচে রাখা কে ইসবাল বলা হয় (বাহারে শরীয়ত, খন্ড: , পৃষ্ঠা: ৬৩২, অংশ: ) এবং এটি মাকরুহে তানযীহী (অর্থাৎ শরীয়তে অপছন্দনীয়) হ্যাঁ! আত্মম্ভরিতা (Self-Centeredness) এবং অহংকারের (Arrogance) নিয়্যতে হলে তা কবীরা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ (ফাতাওয়ায়ে রযভিয়া, খন্ড: ২২, পৃষ্ঠা: ১৬৭)

ইমামে আলী মাকামের গরীবদের প্রতি ভালোবাসা

মামে আলী মাকাম, ইমাম হুসাইন  رَضِیَ اللهُ عَنْہُ একটি খুব সুন্দর গুণ হলো, তিনি গরীব, মিসকিন, এতিমদের (Orphans) খুব খেয়াল রাখতেন। একবার তিনি বলেছিলেন: আমরা আহলে বালা (অর্থাৎ দুনিয়াতে আমাদের জন্য অনেক পরীক্ষা রয়েছে), আমরা