Book Name:Farooq-e-Azam ka Ishq-e-Rasool

এর পবিত্র সত্ত্বাকেই ভালবাসতেন না বরং তাঁর সন্তান, বিবিগণ, সাহাবী বরং সকল বস্তু যার সাথে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় সত্ত্বার সাথে সম্পর্ক তৈরী হয়ে যেতো তাকেও খুবই ভক্তি ভালবাসা পোষণ করতেন আর এটাই সত্যিকার ভালবাসার চাহিদার অন্যতম আমিরুল মুমিনিন হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর পবিত্র জীবনের অসংখ্য ঘটনা এমন রয়েছে, যা দ্বারা এই সত্যিকার ভালবাসা প্রেমের বহিঃপ্রকাশ হয়, আসুন! এর মধ্য থেকে কয়েকটি ঘটনা শ্রবন করি

    আল্লাহ পাক ৩০ পারার সূরা বালাদের প্রথম দ্বিতীয় আয়াতে ইরশাদ করেন:

 

لَاۤ اُقْسِمُ بِہٰذَا الْبَلَدِ ۙ(۱) وَ اَنْتَ حِلٌّۢ بِہٰذَا الْبَلَدِ ۙ(۲)

(পারা ৩০, সূরা বালাদ, আয়াত )    কানযুল ঈমানের অনুবাদ: আমায় শহরের শপথ, যেহেতু হে মাহবুব! আপনি শহরে তাশরীফ রাখছেন

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মুফাসসীরগণ এই বিষয়ে একমত যে, এই আয়াতে করীমায় আল্লাহ পাক যে শহরের শপথ করছেন, তা হলো মক্কা মুকাররমা এই আয়াতের দিকে ইঙ্গিত করে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে এভাবে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত হোক! আপনার ফযীলত আল্লাহ পাকের দরবারে এতই উচ্চ যে, আপনার মুবারক জীবনেরই আল্লাহ পাক শপথ করছেন, অন্য কোন আম্বিয়ার নয় এবং আপনার মর্যাদা তাঁর নিকট এতই উচ্চ মহান যে, তিনি لَاۤ اُقْسِمُ بِھٰذَا الْبَلَدِ এর মাধ্যমে আপনার মুবারক পদধুলির শপথ উল্লেখ করছেন

(শরহে যুরকানি আলাল মাওয়াহিব, ৮ম খন্ড, ৪৯৩ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণনাকৃত রেওয়ায়াত দ্বারা জানা গেলো, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ মক্কা মুকাররমাকে এই জন্য ভালবাসতেন যে, তাঁর প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই শহরেই অবস্থান করছেন। তিনি رَضِیَ اللهُ عَنْہُ মদীনা মুনাওয়ারা কেও এমনই ভালবাসেন, তাঁর মদীনা মুনাওয়ারার প্রতি ভালবাসা এই বিষয় দ্বারাও প্রকাশ পায় যে, তিনি رَضِیَ اللهُ عَنْہُ মদীনা মুনাওয়ারায় ওফাতের দোয়া করতেন। যেমনটি আল্লাহ পাকের দরবারে এভাবে আরয করতেন: اَللّٰهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيْلِكَ وَاجْعَلْ مَوْتِي