Book Name:Farooq-e-Azam ka Ishq-e-Rasool

অতঃপর সারা রাত জেগে থাকার পর ফজরের নামায না পড়েই ঘুমিয়ে যাবে, সাধারণ দিনগুলোতেও পাঁচ ওয়াক্ত নামায এমনকি জুমার নামাযও পড়বে না, হুযুর পুরনূর
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় সুন্নাত দাড়ি শরীফ মুন্ডন করবে বা এক মুষ্টি থেকে ছোট করবে, সুন্নাতকে ছেড়ে নিত্য নতুন ফ্যাশনের পোষাক পরিধান করবে, উত্তম চরিত্র অবলম্বন করার পরিবর্তে অসৎ চরিত্র এবং অন্যান্য অপকর্মও ছাড়তে না পরলে তবে এমন ভালবাসা পরিপূর্ণ কিভাবে হবে? আসল ভালবাসা তো এই বিষয়ের দাবীদার যে, হক সমূহ আদায়ে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে উচ্চ মানা, তা এভাবে যে, আমরা তাঁর নিয়ে আসা দ্বীনকে স্বীকার করা, তাঁর সম্মান আদব করা এবং প্রত্যেক ব্যক্তি প্রত্যেক বস্তু অর্থাৎ নিজ, নিজের সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন এবং নিজের ধন-সম্পদের চেয়ে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া (আশিয়্যাতুল লুমআত, ১ম খন্ড, কিতাবুল ঈমান, ১ম অধ্যায়, ৫০ পৃষ্ঠা) এবং যে সকল কাজ হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিষেধ করেছেন, তা থেকে বাঁচার চেষ্টাও করতে থাকা, যদি মানবীয় কারণে গুনাহ হয়েও যায় তবে আল্লাহ পাকের রহমতে ক্ষমা পাওয়ার এবং কিয়ামতের দিন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাফায়াত পাওয়ার আশা রেখে সত্যিকার তাওবা করা আর ভবিষ্যতে এই গুনাহের দিকে যাওয়ার খেয়ালও নিজের অন্তরে না রাখা আসুন! এই বিষয়ে সত্য অন্তরে নিয়্যত করি যে, আজকের পর আমাদের কোন নামায কাযা হবে না اِنْ شَآءَ الله ...বরং আজ পর্যন্ত যত নামায কাযা হয়েছে, তাওবা করে তা আদায়ও করবো اِنْ شَآءَ الله ...মিথ্যা, গীবত, চুগলী, ওয়াদা খেলাফী, ধোঁকাবাজি ইত্যাদি গুনাহ থেকে বাঁচতে থাকবো اِنْ شَآءَ الله ...ফ্যাশনকে ছেড়ে সুন্নাতকে আপন করে নিবো اِنْ شَآءَ الله ...সিনেমা নাটক এবং গান বাজনা ছেড়ে শুধুমাত্র মাদানী চ্যানেল দেখবো اِنْ شَآءَ الله

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! পরিপূর্ণ ভালবাসার নিদর্শন সমূহের মধ্যে একটি এটাও যে, ভালবাসা পোষণ কারীর তার প্রেমিকের সাথে সম্পৃক্ত প্রতিটি জিনিষই প্রিয় হবে। আমিরুল মুমিনিন হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর রাসূলের ভালবাসার কথা কি আর বলবো! ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ শুধুমাত্র আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم