Book Name:Farooq-e-Azam ka Ishq-e-Rasool

করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট আমার উপস্থিতির অনুমতি প্রার্থনা করো সে গেলো এবং ফিরে এসে আবারো বললো: আমি রাসূলে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আপনার কথা বলেছি, কিন্তু রাসূলে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কোন উত্তর দেননি আমি কিছু না বলে ফিরে যাচ্ছিলাম, তখন গোলাম ডাক দিয়ে বললো: আপনি ভেতরে আসুন! অনুমতি পাওয়া গেছে সুতরাং আমি ভেতরে গিয়ে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সালাম পেশ করলাম তিনি একটি চাটাইয়ে টেক লাগিয়ে বসা ছিলেন, যার চিহ্ন তাঁর বাহুতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো, অতঃপর আমি দাঁড়িয়ে রাসূলূল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মনতুষ্টির জন্য আরয করলাম: اَسْتَاْنِسُ يَا رَسُوْلَ الله অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি আপনার সাথে কথা বলে আপনাকে আনন্দ দিতে চাই আমরা কোরাইশরা যখন মক্কা মুকাররমায় ছিলাম তখন নিজেদের স্ত্রীদের উপর প্রাধান্য লাভ করতাম এবং এখানে মদীনা মুনাওয়ারায় এসে আমরা এমন জাতির সাক্ষাত করলাম, যাদের উপর স্ত্রীরা প্রাধান্য লাভ করে একথা শুনে হুযুর
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মুচকি হাসলেন অতঃপর আমি বললাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি হাফসা رَضِیَ اللهُ عَنْہَا এর কাছে গেলাম এবং তাঁকে বললাম: আপনি আপনার সাথীর (অর্থাৎ হযরত সায়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا) প্রতি কখনো ঈর্ষা করবেন না কেননা তিনি আপনার চেয়ে বেশি সুন্দর এবং শাহানশাহে মদীনা, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পছন্দনীয় সহধর্মিনী একথা শুনে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পূনরায় মুচকি হেঁসে দিলেন (বুখারী, কিতাবুন নিকাহ, ৩য় খন্ড, ৪৬০ পৃষ্ঠা, হাদীস ৫১৯১)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনা দ্বারা অনুমান করুন যে, ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর এটাও পছন্দ হতো না যে, রাসূলে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কোন কষ্ট বা বিষন্নতায় লিপ্ত থাকুন, তাইতো তিনি
رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় আক্বা, হাবীবে কিবরিয়া صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আনন্দ দিতে চাইলেন এবং অবশেষে তিনি رَضِیَ اللهُ عَنْہُ তাঁর উদ্দেশ্য সফলও হয়ে গেলেন আর রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর কথায় মুচকি হেঁসে দিলেন। একটু চিন্তা করুন তো! একদিকে সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ الرِّضْوَان এই অবস্থা যে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে চিন্তিত দেখে