Book Name:Farooq-e-Azam ka Ishq-e-Rasool
উদাস হয়ে যেতেন এবং তাঁর মনোতুষ্টির জন্য বিভিন্ন চেষ্টা করতেন আর একদিকে আমরা যে, রাতদিন গুনাহে লিপ্ত থেকে নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় সত্ত্বাকে কষ্ট দিই কিন্তু আমাদের এর এতটুকু অনুভূতি হয়না। মনে রাখবেন! এই বিষয়ে সন্দেহ নেই যে, আজও হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর উম্মতদের সকল অবস্থা দেখছেন।
রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমার জীবন তোমাদের জন্য উত্তম, তোমরা আমার সাথে কথা বলো এবং আমি তোমাদের সাথে কথা বলি। আর আমার ওফাতও তোমাদের জন্য উত্তম তোমাদের আমল আমার নিকট উপস্থাপন করা হবে, যখন আমি কোন কল্যাণ দেখবো, তখন আল্লাহ পাক এর প্রশংসা করবো, আর যখন মন্দ কিছু দেখবো, তোমাদের ক্ষমার জন্য দোয়া করবো। (মুসনাদে বাযযার, ৫/৩০৮-৩০৯, হাদীস ১৯২৫)
হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর প্রত্যেক উম্মত এবং তাদের প্রত্যেক আমল সম্পর্কে অবগত। হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দৃষ্টি অন্ধকার বা আলো, গোপন বা প্রকাশ্য, বর্তমান বা অবর্তমান সকল বিষয়ই দেখে নেন। যার চোখে مَازَاغ এর সুরমা থাকে, তাঁর দৃষ্টি আমাদের স্বপ্ন ও ভাবনা থেকেও বেশি প্রখর, আমরা স্বপ্নে ও ভাবনায় সকল কিছুকেই দেখে নিই, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দৃষ্টি দিয়ে সকল কিছু পর্যবেক্ষণ করে নেন। সুফীগণ (رَحِمَہُمُ اللهُ السَّلَام) বলেন: এখানে আমল দ্বারা অন্তরের আমলও অন্তর্ভূক্ত, সুতরাং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের অন্তরের সকল অবস্থা সম্পর্কে অবগত। (মিরআত, ১ম খন্ড, ৪৩৯ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেলো, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর উম্মতের সকল অবস্থা সম্পর্কে অবগত, তিনি আমাদের নেক আমল দেখে আনন্দিত এবং মন্দ আমল দেখে ব্যথিতও হবেন। সুতরাং আমাদের উচিৎ, আল্লাহ পাক এবং তাঁর প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তষ্টি অর্জনের জন্য অধিকহারে নেক আমল করা, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় সত্ত্বার প্রতি অধিকহারে দরূদ ও সালামের পৃষ্পগুচ্ছ প্রেরণ করা, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতের উপর আমল করা এবং