Book Name:Yadgari e Ummat Per Lakhon Salam
কান্না করার কারণ কি?
রাসূলে আকরাম صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উভয় হাত মুবারক উঠিয়ে উম্মতের জন্য কেঁদে কেঁদে দোয়া করেন এবং আরয করেন: اَللّٰھُمَّ
اُمَّتِیْ اُمَّتِیْ হে আল্লাহ পাক! আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক হযরত জিব্রাঈল عَلَیْہِ
السَّلَام কে আদেশ দিলেন যে, তুমি আমার প্রিয় হাবীব صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট যাও। তোমার প্রতিপালক ভালই জানেন, কিন্তু তাঁকে জিজ্ঞাসা করো যে, তাঁর কান্না করার কারণ কী? হযরত জিব্রাঈল
عَلَیْہِ السَّلَام আদেশ অনুযায়ী উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলে তখন হুযুর
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে সকল অবস্থা জানান এবং উম্মতের প্রতি মহানুভবতা প্রকাশ করেন। হযরত জিব্রাঈল عَلَیْہِ
السَّلَام আল্লাহ পাকের দরবারে আরয করেন: হে আল্লাহ! তোমার হাবীব صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরূপ বলেন এবং আল্লাহ পাক সর্বজ্ঞাত। আল্লাহ পাক হযরত জিব্রাঈল عَلَیْہِ
السَّلَام কে আদেশ দেন: আমার হাবীব (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم)
কে বলো যে, আমি আপনাকে আপনার উম্মত সম্পর্কে অতিশীঘ্রই সন্তুষ্ট করবো এবং আপনার মুবারক অন্তরে কষ্ট দিবো না। (মুসলিম, কিতাবুল ঈমান, ১০৯ পৃষ্ঠা, হাদীস ৪৯৯)
আলা হযরত, ইমামে আহলে সুন্নাত মাওলানা ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আপনারা কি কখনো শুনেছেন যে, যাঁর আপনাদের প্রতি সত্যিকার ভালবাসা রয়েছে অতঃপর প্রেমিকও কেমন! ঈমানের প্রাণ এবং কল্যাণের ভান্ডার, যাঁর সৌন্দর্য জগতকে সজ্জিতকারী সৌন্দর্যের উদাহরণ কোথাও পাওয়া যাবে না এবং তাকদীরের কলম তাঁর আকৃতি বানিয়ে হাত গুটিয়ে নিলো যে, আর কখনো এরূপ লিখবো না। কিরূপ মাহবুব? যাকে তাঁর মালিক সকল জাহানের জন্য রহমত স্বরূপ (বানিয়ে)