Book Name:Yadgari e Ummat Per Lakhon Salam

অর্থাৎ জিব্রাঈল (عَلَیْہِ السَّلَام) আমার নিকট উপস্থিত হয়ে আরয করলো: আপনার দয়ালু প্রতিপালক ইরশাদ করেন: হে মুহাম্মদ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم)! আপনি কি এই বিষয়ে সন্তুষ্ট নন যে, আপনার উম্মত আপনার প্রতি একবার দরূদ প্রেরণ করবে, আমি তার প্রতি দাশটি রহমত অবতীর্ণ করব এবং আপনার উম্মতের মধ্যে যে কেউ একবার সালাম প্রেরণ করবে, আমি তার প্রতি দশবার সালাম প্রেরণ করব (মিশকাত, কিতাবুস সালাত, /১৮৯, হাদীস ৯২৮)

      হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খান নাঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকের সালাম প্রেরণ দ্বারা উদ্দেশ্য হলো, হয়তো ফেরেশতাদের মাধ্যমে সালাম প্রেরণ করা বা বিপদ আপদ থেকে নিরাপদ রাখা (মিরাতুল মানাজিহ, /১০২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো