Book Name:Yadgari e Ummat Per Lakhon Salam
প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণনাকৃত ঈমানোদ্দীপক ঘটনা থেকে কিছু পয়েন্ট জানা যায়, যেমন; নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের দানক্রমে গায়েবের জ্ঞান (অদৃশ্যের জ্ঞান) রাখেন, যা কিছু হচ্ছে এবং যা কিছু ভবিষ্যতে হবে বরং কিয়ামতে যা কিছু হবে সকল বিষয়ের জ্ঞান আল্লাহ পাক হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দান করে দিয়েছেন, যেমনটি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে হযরত আদম عَلَیْہِ السَّلَام সম্পর্কে বলে দিলেন যে, কিয়ামতের দিন আরশের নিকটে প্রশস্ত ময়দানে উপবিষ্ট থাকবেন, দু’টি সবুজ কাপড় পরিহিত অবস্থায় থাকবেন, আপন সন্তানদেরও দেখবেন এমনকি নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একজন উম্মতকে দোযখে যেতে দেখে নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে তাঁর প্রতি মনযোগী করে তাকে সাহায্য করবেন।
এটাও জানা গেলো যে, আল্লাহ পাকের দরবারে প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান কত মহান, নিশ্চয়ই এটা আল্লাহ পাকের দয়া।
এখানে এই বিষয়টিও মনে গেঁথে নিন যে, প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আরশের দিকে হাতের ইশারা করা, আল্লাহ পাকের দরবারে আরয করার জন্য, এটা নয় যে, مَعَاذَ الله আল্লাহ পাক আরশে থাকবেন এবং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে ইশারা করবেন, কেননা আল্লাহ পাক তো স্থান ও দিক (Direction) থেকে পবিত্র, তাঁর কথাও আওয়াজ থেকে পবিত্র, তা এমন যেমন তাঁর শানের উপযোগী।
এই বর্ণনা থেকে এটাও জানা গেলো! দরূদে পাক পাঠ করা খুবই বরকতময়, দরূদে পাক পাঠকারী যেমনিভাবে দুনিয়ায় বরকত দ্বারা