Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?

(পারা ২৪, সূরা মুমিন, আয়াত ২১)

 পাকড়াও করেছেন এবং আল্লাহ থেকে তাদেরকে রক্ষা করার কেউ নেই

 

হে আশিকানে রাসূল! এটাই হলো উম্মতে মুসলিমার শেষ উম্মত হওয়ার হিকমত...!! আমাদেরকে শিক্ষা গ্রহণের জন্য শেষ উম্মত বানানো হয়েছে এবার একটু চিন্তা করুন! আমরা কি শিক্ষা গ্রহণ করি? হায়! আফসোস! আমাদের উপর অলসতা (Heedlessness) ছেয়ে থাকে, আমরা উপদেশ গ্রহণ করি না, আমরা শিক্ষার দৃষ্টি থেকে বঞ্চিত পূর্ববর্তী সম্প্রদায়গুলোর অবস্থা আমাদের কাছে স্পষ্ট ' সম্প্রদায় কীভাবে ধ্বংস হয়েছিল, সামূদ সম্প্রদায়ের উপর কীভাবে আযাব এসেছিল, শু'আইব সম্প্রদায় কীভাবে ধ্বংস হয়েছিল,এই সবকিছু আমরা শুনতে থাকি কুরআন করীমে এই সবকিছুর উল্লেখ রয়েছে, ওলামায়ে কেরাম বয়ান করতে থাকেন, কিন্তু আফসোস! আমরা শিক্ষা গ্রহণ করি না, গুনাহ ছেড়ে নেক পথের মুসাফির হই না

 

শিক্ষা গ্রহণের জন্য উৎসাহ প্রদান

হে আশিকানে রাসূল! কুরআন করীম আমাদের জায়গায় জায়গায় শিক্ষা গ্রহণের জন্য উৎসাহ দিয়েছে পারা ১৮, সূরা নূর, আয়াত ৪৪- আল্লাহ পাক ইরশাদ করেন:

 

یُقَلِّبُ اللّٰهُ الَّیْلَ وَ النَّهَارَؕ-اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِی الْاَبْصَارِ(۴۴)

(পারা ১৮, সূরা নূর, আয়াত ৪৪)  কানযুল ঈমানের অনুবাদ: আল্লাহ পরিবর্তন ঘটান রাত দিনের নিশ্চয় এতে বুঝার ক্ষেত্র রয়েছে অন্তদৃষ্টি সম্পন্নদের জন্য