Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?
আপনার উম্মতের কাছে পৌঁছে দিয়েছিলেন? তিনি আরয করবেন: জি হ্যাঁ! হে মওলা! আমি বিধানাবলী পৌঁছে দিয়েছি। এরপর তাঁর উম্মতকে জিজ্ঞাসা করা হবে: তোমাদের কাছে কি আমাদের বিধানাবলী পৌঁছানো হয়েছিল? সেই হতভাগারা (যাদেরকে হযরত নূহ عَلَیْہِ السَّلَام৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন) কিয়ামতের দিন সরাসরি অস্বীকার করবে এবং বলবে: مَا اٰتَانَا مِنْ نَّذِيْرٍ (আমাদের কাছে তো কোনো সতর্ককারী (যে আল্লাহর বিধান পৌঁছিয়ে থাকেন তিনি) আসেনি)। তখন হযরত নূহ عَلَیْہِ السَّلَام কে বলা হবে: হে নূহ! আপনার কাছে কোনো সাক্ষী আছে? হযরত নূহ عَلَیْہِ السَّلَام আরয করবেন: হ্যাঁ! হে রব্বে করীম! মুহাম্মদ মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং তাঁর উম্মত আমার সাক্ষী। তখন এই উম্মত সাক্ষ্য দেবে যে, হে আল্লাহ করীম! হযরত নূহ عَلَیْہِ السَّلَام সত্য বলছেন, তিনি (আপনার) পয়গাম পৌঁছিয়েছেন। (বুখারী, কিতাবুত তাফসীর: ১১১৩ পৃষ্ঠা, হাদীস: ৪৪৮৭)
অন্য এক বর্ণনায় আছে: মহান মর্যাদার অধিকারী, মক্কী মাদানী তাজদার صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: কিয়ামতের দিন যে নবীর
عَلَیْہِ السَّلَام উম্মত তাঁকে অস্বীকার করবে (অর্থাৎ বলবে যে, হে মওলা, তিনি আপনার পয়গাম পৌঁছাননি), আমরা তাদের পক্ষে সাক্ষ্য দেব।
(তাফসীরে দুররে মানসুর, পারা: ২, সূরা বাকারা, আয়াত: ১৪৩ নং আয়াতের পাদটীকা ১/৩৪৯)
উম্মতে মুসলিমা দুনিয়াতেও সাক্ষী
হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: একবার একটি জানাযা অতিক্রম করছিল, সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان মৃত্যুবরণকারী ব্যক্তির প্রশংসা করলেন। এর উপর প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: وَجَبَتْ (তার জন্য ওয়াজিব হয়ে গেল)। এরপর আরেকটি