Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?

এবং সকল আশিকানে রাসূলকে সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার জন্য "৭২ নেক আমল" নামক একটি রিসালা (পুস্তিকা) দান করেছেন

 

    নেক আমল এই রিসালার উপর আমল করার বরকতে اِنْ شَآءَ الله আমরা নেক কাজের উপর অবিচল থাকতে সফল হতে পারব এই ৭২টি নেক আমলের মধ্যে একটি নেক আমল নং ২৪ হলো: আজ কি আপনি একটি দ্বীনি দরস (মসজিদ, দোকান, বাজার ইত্যাদি যেখানে সুবিধা হয়) দিয়েছেন বা শুনেছেন? দরস দেওয়া বা শোনার অসংখ্য উপকারিতা রয়েছে এতে ইলমে দ্বীন বৃদ্ধি পায় এবং অনেক প্রিয় সুন্নাত শেখার সুযোগ হয় আমাদের উচিত এই নেক আমলের উপর আমল করা এবং অন্যদেরকেও দরসে অংশগ্রহণের দাওয়াত দেওয়া আল্লাহ পাক আমাদের নিয়মিতভাবে নেক আমল রিসালা পূরণ করার এবং প্রতি মাসে জমা দেওয়ার তৌফিক দান করু اٰمین

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

রোগীর সেবা করার মাদানী ফুল

প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, রোগীর সেবা করার মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি প্রথমে প্রিয় নবী হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুটি বাণী শ্রবণ করি: () عُوْدُوا الْمَرِيْضَ অর্থাৎ রোগীর সেবা করো (আল-আদাবুল মুফরাদ, পৃ. ১৩৭, হাদীস ৫১৮) () যে ব্যক্তি উত্তমরূপে ওযু করে অতঃপর তার মুসলমান ভাইয়ের সাওয়াবের নিয়তে সেবা করে, তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে সরিয়ে দেওয়া হবে (আবু দাউদ, /২৪৮, হাদীস ৩০৯৭)
ó রোগীর সেবা করা রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত