Book Name:Nigahon ke Hifazat kijiye

আমল করার বরকতে আমরা কুদৃষ্টির দুর্ভাগ্য থেকে মুক্তি পাব  اِنْ شَآءَ الله

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

একজন কামেল মু'মিনের পরিচয়

প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! কুদৃষ্টি মানুষকে দুনিয়া আখিরাতে কোথাওরই রাখে না। এর কারণে বান্দা আল্লাহ পাকের অবাধ্যতায় বাড়তে থাকে, সব সময় তার মন মস্তিষ্কে শয়তান ছেয়ে থাকে, অদ্ভুত এক অস্থিরতা তার উপর চেপে থাকে, প্রবৃত্তির কামনা চিন্তাভাবনা তার উপর প্রভাব বিস্তার করতে থাকে। নফসের তৃপ্তির জন্য সে আরও ধ্বংসাত্মক গুনাহে লিপ্ত হয়ে যায়, যেমন অপকর্ম (যিনা) ইত্যাদি ছাড়াও নিজের হাতে নিজের যৌবন নষ্ট করা থেকেও বিরত থাকে না।

প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা শুনেছি যে, * কুদৃষ্টি অপকর্ম (যিনা) ছড়ানোর একটি মাধ্যম, * কুরআন করীম মুসলমানদের দৃষ্টির হেফাজতের শিক্ষা দেয়, * অনেক হাদীস শরীফে কুদৃষ্টি থেকে বাঁচার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, * দৃষ্টির হেফাযত করার মধ্যে অন্তরের পবিত্রতা রয়েছে, * কুদৃষ্টি করা আল্লাহ পাক এবং রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অসন্তুষ্টির কারণ, আল্লাহ্‌ওয়ালারা দৃষ্টির হেফাযতের ব্যাপারে খুব সংবেদনশীল হয়ে থাকেন, * কুদৃষ্টির শাস্তি কখনো কখনো দুনিয়াতেই পাওয়া যায়, * কুদৃষ্টি মানুষকে দুনিয়া আখিরাতে অপমানিত লাঞ্ছিত করার কারণ, * কুদৃষ্টিতে লিপ্ত ব্যক্তিরা অদ্ভুত অস্থিরতায় আক্রান্ত থাকে।

আল্লাহ পাক সমস্ত মুসলমানকে কুদৃষ্টি বেপর্দার ধ্বংসলীলা থেকে সুরক্ষিত রাখো اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد