Book Name:Nigahon ke Hifazat kijiye

কথাবার্তা বলার গুরুত্বপূর্ণ মাদানী ফুল

প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা "১০১ মাদানী ফুল" থেকে কথাবার্তা বলার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনি: * হেসে এবং প্রসন্ন মুখে কথা বলুন * মুসলমানদের মন জয় করার নিয়তে ছোটদের সাথে স্নেহপূর্ণ এবং বড়দের সাথে বিনয়ী স্বরে কথা বলুন * চেঁচিয়ে কথা বলা থেকে যথাসম্ভব বিরত থাকুন * যদিও একদিনের শিশুও হয়, ভালো ভালো নিয়তের সাথে তার সাথেও 'আপনি' 'জনাব' বলে কথা বলার অভ্যাস করুন আপনার চরিত্রও اِنْ شَآءَ الله উন্নত হবে এবং শিশুটিও আদব শিখবে কথা বলার সময় পর্দার জায়গায় হাত রাখা, আঙ্গুল দিয়ে শরীরের ময়লা পরিষ্কার করা, অন্যদের সামনে বারবার নাক ছোঁয়া বা নাকে বা কানে আঙ্গুল দেওয়া, থুথু ফেলা ভালো অভ্যাস নয়

ঘোষণা

 কথাবার্তা বলার অবশিষ্ট মাদানী ফুলগুলো তরবিয়াতী হালকায় বর্ণনা করা হবে, অতএব তা জানার জন্য তরবিয়াতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                       صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

 (১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

            বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ