Book Name:Nigahon ke Hifazat kijiye

 

 

নারীর দিকে তাকানোর হুকুম

াকতাবাতুল মদীনার কিতাব "পর্দা ব্যাপারে প্রশ্নোত্তর" এর ৩০ নম্বর পৃষ্ঠায় শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ পুরুষের নামুহরিম নারীর চেহারা দেখা বা না দেখা সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে এভাবে লিখেন: (পুরুষ পরনারীর চেহারা) দেখবে না। তবে প্রয়োজনে কিছু শর্তসাপেক্ষে দেখতে পারে। এর কিছু অবস্থা বর্ণনা করতে গিয়ে সদরুশ শরীয়া, বদরুত তরীকা হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আ'যমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: পরনারীর দিকে তাকানোর হুকুম এই যে, (প্রয়োজনের সময়) তার চেহারা এবং হাতের তালুর দিকে তাকানো জায়িয, কারণ এর প্রয়োজন রয়েছে কখনো তার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দিতে হয় বা কোনো ফয়সালা করতে হয় যদি তাকে না দেখা হয়, তাহলে কীভাবে সাক্ষ্য দিতে পারবে যে, সে এমন করেছে। তার দিকে দেখার ক্ষেত্রেও শর্ত হলো যে, কামনার আশঙ্কা না থাকা আর এমনিতেও প্রয়োজন রয়েছে, কারণ (আজকাল গলি-বাজারে অনেক নারী ঘর থেকে বাইরে আসা-যাওয়া করে, তাই তাদের থেকে বাঁচাও কঠিন। কিছু আলেম পায়ের দিকে তাকানোকেও জায়িয বলেছেন। তিনি আরও বলেন: পরনারীর চেহারার দিকে তাকানো যদিও জায়িয, যখন কামনার আশঙ্কা না থাকে, কিন্তু এই যুগ ফিতনার যুগ। এই যুগে এমন লোক কোথায়, যেমন আগের যুগে ছিল? তাই এই যুগে তা (অর্থাৎ