Book Name:Nigahon ke Hifazat kijiye

যা এক বিরাট নেয়ামত, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে, এই চোখের কারণে আমি আযাবে পতিত হবো না তো এবং এই চোখ আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে না তো হে আমার পাক পরওয়ারদিগার! তুমি আমার চোখের দৃষ্টিশক্তি কেড়ে নাও। দোয়া শেষ হতেই তাঁর দৃষ্টিশক্তি চলে গেল এবং তিনি অন্ধ হয়ে গেলেন। অতঃপর তিনি তাঁর ভাতিজাকে সাথে রাখতেন, যে নামাযের সময় তাঁকে মসজিদে নিয়ে যেত এবং অন্যান্য প্রয়োজনেও তাঁর সাহায্য করত। তাঁর ভাতিজা তাঁকে মসজিদে রেখে বাচ্চাদের সাথে খেলতে চলে যেত। যখন তাঁর কোনো প্রয়োজন হতো, তিনি তাকে ডেকে নিতেন। এভাবেই সময় কাটছিল।

একবার তিনি মসজিদে ছিলেন, তখন তিনি তাঁর শরীরে কিছু একটা চলার অনুভূতি পেলেন। তিনি ভাতিজাকে ডাক দিলেন, কিন্তু সে বাচ্চাদের সাথে খেলায় মগ্ন ছিল এবং তাঁর কাছে আসল না। তাঁর ভয় হলো যে, কোনো কিছু যেন ক্ষতি না করে দেয় অতঃপর তিনি আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করলেন, হে আমার মওলা! এখন আমার ভয় হচ্ছে যে, আমার দৃষ্টিশক্তি যদি ফিরে না আসে, তবে তা আমার জন্য পরীক্ষা এবং অপমানের কারণ না হয়ে যাবে কারণ আমি এখন দেখতে পাই না, কোনো বিষাক্ত প্রাণী আমাকে ক্ষতি করতে পারে এবং বারবার নিজের প্রয়োজন পূরণের জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয়, যা আমার জন্য বড় পরীক্ষা, হে আমার দয়ালু মালিক! আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও, যাতে আমি অপমান এবং মানুষের মুখাপেক্ষিতা থেকে বেঁচে যাই।

যরত মালিক বিন আনাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: তিনি তাঁর দোয়া শেষও করতে পারেননি, এর মধ্যেই তাঁর দৃষ্টিশক্তি ফিরে এল এবং এখন তিনি নিজেই অন্যের সাহায্য ছাড়াই নিজের ঘরের দিকে রওনা হলেন। আমি তাঁকে উভয় অবস্থাতেই দেখেছি,