Book Name:Imam Gazali Ki Naseehaten

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

পানির অপচয় থেকে বাঁচার অবশিষ্ট মাদানী ফুল

প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা ওযুর পদ্ধতি" থেকে পানির অপচয় থেকে বাঁচার বিষয়ে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী লক্ষ্য করুন: () ইরশাদ হচ্ছে: ওযুতে অতিরিক্ত পানি ব্যয় করার মধ্যে কোনো কল্যাণ নেই এবং এই কাজ শয়তানের পক্ষ থেকে (কানযুল উম্মাল, /১৪৪, হাদীস: ২৬২৫৫) () প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একজন ব্যক্তিকে ওযু করতে দেখে ইরশাদ করলেন: অপচয় করো না, অপচয় করো না (সুনানে ইবনে মাজাহ, কিতাবুত তাহারাত ওয় সুনানিহা, /২৫৪, হাদীস: ৪২৪) * যদি ওয়াকফকৃত পানি দিয়ে ওযু করা হয়, তাহলে সর্বসম্মতিক্রমে বেশি খরচ করা হারাম (ওযুর পদ্ধতি, পৃষ্ঠা ৪২) * কিছু লোক অঞ্জলি ভরে পানি এমনভাবে ঢালে যে, তা উপচে পড়ে যায়, অথচ যা পড়ে যায় তা বেকার হয়ে যায়, এই বিষয়ে সতর্ক থাকা উচিত (ওযুর পদ্ধতি, পৃষ্ঠা ৪২) * আজ পর্যন্ত যত নাজায়িয অপচয় করেছেন, সেগুলোর জন্য তাওবা করে ভবিষ্যতে তা থেকে বাঁচার জন্য পূর্ণ চেষ্টা শুরু করুন * ওযু করার সময় কল সাবধানে খুলুন, ওযুর সময় সম্ভব হলে এক হাত কলের হ্যান্ডেলে রাখুন এবং প্রয়োজন পূর্ণ হলে বারবার কল বন্ধ করতে থাকুন * মিসওয়াক, কুলি, গরগরা, নাক পরিষ্কার করা, দাড়ি হাত-পায়ের আঙুল খিলাল করা এবং মাসেহ করার সময় যেন এক ফোঁটা পানিও না পড়ে, এভাবে কল ভালোভাবে বন্ধ করার অভ্যাস গড়ে তুলুন