Book Name:Imam Gazali Ki Naseehaten
আশঙ্কাগ্রস্ত থাকি। আমাদেরকে যদি সাপ্তাহিক ইজতিমায় অংশগ্রহণের দাওয়াত দেওয়া হয়, মাদানী কাফেলায় সফরের অনুরোধ করা হয়, প্রাপ্তবয়স্কদের মাদরাসাতুল মাদীনায় অংশগ্রহণের কথা বলা হয়, তখন দোকান কে চালাবে, ব্যবসা কে দেখভাল করবে, বাচ্চাদের স্কুলে কে নিয়ে যাবে, ঘরের দায়িত্ব কে নেবে ইত্যাদি হাজারো ধরনের আশঙ্কা সামনে এনে রাখি এবং নেকী অর্জন করা, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা, জান্নাতের পথে চলা থেকে বঞ্চিত থাকি। মনে রাখবেন! যে ব্যক্তি আশঙ্কার শিকল পায়ে জড়িয়ে নেয়, জীবনের সফরে সে কখনোই সফল হতে পারে না। জীবন শেষ হয়ে যায়, কাজ শেষ হয় না, মৃত্যুর ফেরেশতা এসে যায়। যখন কবরে নামিয়ে দেওয়া হয়, তখন সেই কাজগুলো, যেগুলোকে অজুহাত বানিয়ে দ্বীনি কাজ থেকে বিরত থাকতাম, সেগুলোর সবই আগের মতোই চলতে থাকে। আমরা জানি না কেন এমনটা ভেবে নিয়েছি যে, এই দুনিয়া আমাদের জন্যই চলছে? হাজার হাজার মানুষ কবরে ঘুমিয়ে আছে, তাদেরও এই ধারণা ছিল যে, আমার ছাড়া এই দুনিয়া থেমে যাবে, আমি না থাকলে আমার ঘর থেকে ব্যবসা পর্যন্ত সবকিছু অচল হয়ে যাবে, শিশুরা ক্ষুধায় মারা যাবে, ঘরের অর্থনীতি, ঘরের ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, দুনিয়া যেমন আছে তেমন থাকবে না। কিন্তু মৃত্যুর ফেরেশতা এসে গেলো, শ্বাস বন্ধ হয়ে গেলো, রূহ বের হয়ে গেলো, কবরে নেমে গেলো আর সমস্ত ব্যবস্থা যেমন ছিল তেমনটাই এখনও চলছে। হে জান্নাত অন্বেষণকারীরা...!! সাহস করে কাজ করুন। আশঙ্কার শিকল ছিঁড়ে ফেলুন! আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ فُتِحَ لَہٗ بَابٌ مِنْ خَیْرٍ অর্থাৎ যার জন্য ভালোর একটি দরজা খুলে যায়, فَلْیَنْتَھِزْہُ অর্থাৎ সে যেন সেই দরজা দিয়ে দ্রুত প্রবেশ