Book Name:Janwaron Par Reham Kijiye
যবেহকৃত পশুর প্রতি দয়ার্দ্র হওয়ার বিবরণ:
প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূল আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একটি মূলনীতি বর্ণনা করেছেন যে, اِنَّ اَللهَ کَتَبَ الْاِحْسَان َعَلٰی کُلِّ شَیءٍ অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পাক প্রতিটি বস্তুর প্রতি অনুগ্রহ ও কল্যাণের নির্দেশ দিয়েছেন। এই মূলনীতি বর্ণনা করার পর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: وَ اِذَا ذَبَحْتُمْ فَاَحْسِنُوا الذِّبْحَ অর্থাৎ, আর যখন তোমরা যবেহ করবে, তখনও অনুগ্রহ ও কল্যাণকে বিবেচনায় রেখো! وَ لْيُحِدَّ اَحَدُكُمْ شَفْرَتَهٗ وَلْيُرِحْ ذَبِيحَتَهٗ অর্থাৎ তোমাদের প্রত্যেকের উচিত ছুরি ধারালো করে নেওয়া এবং নিজের যবেহকৃত পশুকে (অর্থাৎ প্রাণীকে) আরাম পৌঁছানো!
(ইবনে মাজাহ, পৃ: ৫১৭, হাদীস: ৩১৭০)
হাদীস শরীফের এই অংশে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বিশেষভাবে যবেহর সময় পশুর প্রতি রহম করার নির্দেশ দিয়েছেন। যবেহর সময় পশুর প্রতি রহম কীভাবে করতে হবে? উলামায়ে কেরাম এর বিভিন্ন পদ্ধতি বর্ণনা করেছেন।
(১) হৃদয়ে কোমলতা রেখে যবেহ করুন!
ইমাম শা'রানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: (যবেহর সময় পশুর প্রতি রহম করার একটি পদ্ধতি হলো) যখন আমরা পশু যবেহ করছি, তখনও যেন আমাদের হৃদয়ে কোমলতা বিদ্যমান থাকে।
(লাওয়াকিহুল আনওয়ারুল কুদসিয়াহ, খণ্ড: ১, পৃ: ৫৭৫)
অর্থাৎ আল্লাহ পাকের হুকুম পালন করতে গিয়ে আমরা পশু যবেহ তো করব, কিন্তু তার পদ্ধতি এমন হবে যে, যখন আমরা পশুর গলায় ছুরি চালাচ্ছি, তখনও যেন আমাদের হৃদয়ে দয়াই থাকে, তখনও যেন আমাদের হৃদয়ে কোমলতাই থাকে। এভাবে বলা যেতে পারে, বান্দা আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য যখন পশুর গলায় ছুরি চালাচ্ছে, তখন দয়ার্দ্রতার কারণে যেন তার হৃদস্পন্দন বেড়ে যায়, চোখে অশ্রু এসে যায়। এভাবে হৃদয়ে কোমলতা ও রহমের অনুভূতি রেখে পশু যবেহ করা উচিত। একবার এক সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর দরবারে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি বকরী যবেহ করি এবং আমার তার প্রতি মায়া লাগে।