Book Name:Janwaron Par Reham Kijiye

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

 

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    হে আশিকানে রাসূল! আমরা বর্তমানে যে দিনগুলো অতিবাহিত করছি, অর্থাৎ , , ১০ যিলহজ এবং এরপর ১১ থেকে ১৩ যিলহজ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফযীলতপূর্ণ দিবস

* আল্লাহ পাকের নবী হযরত ইবরাহীম খলীলুল্লাহ عَلَیْہِ السَّلَام যে রাতে পুত্রের কুরবানী সংক্রান্ত স্বপ্ন দেখেছিলেন, তার পরের দিনটি ছিল ৮ই যিলহজ। এই দিন হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام গভীর চিন্তাভাবনা করেছিলেন যে, এই স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী কি না? একারণে ৮ই যিলহজকে یَوْمُ التَّرْوِیَہ (অর্থাৎ চিন্তাভাবনার দিন) বলা হয়। * ৯ই যিলহজ হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام বুঝতে পারলেন যে, এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী। একারণে ৯ই যিলহজকে یَوْمُ الْعَرْفَہ (অর্থাৎ চেনার দিন) বলা হয়। * অতঃপর ১০ই যিলহজ হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام তাঁর শাহজাদা হযরত ইসমাঈল عَلَیْہِ السَّلَام এর গলায় ছুরি চালিয়েছিলেন এবং আনুগত্য, আল্লাহর প্রতি ভালোবাসা, ত্যাগ ও কুরবানীর এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। হযরত ইসমাঈল عَلَیْہِ السَّلَام এর ফিদইয়া স্বরূপ জান্নাত থেকে দুম্বা (Sheep) আনা হয়েছিল এবং হযরত ইবরাহীম
عَلَیْہِ السَّلَام তা কুরবানী করেছিলেন। একারণে ১০ই যিলহজকে یَوْمُ النَّحْر (অর্থাৎ কুরবানীর