Book Name:Janwaron Par Reham Kijiye
রাহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: যদি তুমি বকরীর প্রতি রহম করো, তাহলে আল্লাহ পাক তোমার প্রতি রহম করবেন।
(মুস্তাদরাক, খণ্ড: ৪, পৃ: ৭৬৫, হাদীস: ৬৫৪১)
হায়! আফসোস! আমাদের এখানে ব্যাপার উল্টো। লোকেরা কুরবানীর সময় পশুর তামাশা দেখে, কিছু নির্বোধ তো পশুকে ছটফট করতে দেখে তালিও বাজায়। বরং আজকাল তো ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগ, লোকেরা অসহায় পশুর, তার ছটফট করার ভিডিও (Videos) তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে। আল্লাহ পাক আমাদের হেদায়েত নসীব করুন! এটা তামাশা দেখার সময় নয়, বরং দয়ার্দ্রতার কারণে অশ্রু ফেলার সময়। সেই পশুর সৌভাগ্য যে, সে আল্লাহ পাকের নামে কুরবান হচ্ছে, তার সৌভাগ্যের প্রতি ঈর্ষা করার সময়।
(২) এক পশুর সামনে অন্য পশু যবেহ করবেন না!
প্রিয় ইসলামী ভাইয়েরা! যবেহকৃত পশুর (অর্থাৎ যে পশুকে যবেহ করতে হবে তার) সাথে কল্যাণের একটি পদ্ধতি এটাও যে, এক পশুর সামনে অন্য পশু যবেহ না করা। বিশেষ করে মায়ের সামনে তার বাচ্চাকে বা বাচ্চার সামনে তার মাকে কখনোই যবেহ করবেন না!
(৩) যবেহর জন্য কোমলতার সাথে নিয়ে যান!
যবেহকৃত পশুর প্রতি রহমের একটি পদ্ধতি এটাও যে, পশুকে টানাটানি করা যাবে না, হেঁচড়ানো যাবে না, বরং যবেহর জন্য অত্যন্ত কোমলতার সাথে নিয়ে যাওয়া হবে। হযরত আবু সাঈদ খুদরী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: প্রিয় আকা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, সে একটি বকরীর কান ধরে টেনে নিয়ে যাচ্ছিল। রাহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: এর কান ছেড়ে দাও! ঘাড়ের কাছ থেকে ধরো! (ইবনে মাজাহ, পৃ: ৫১৭, হাদীস: ৩১৭১)
(৪) ছুরি আগে থেকে ধারালো করে নিন!
যবেহকৃত পশুকে আরাম পৌঁছানোর একটি পদ্ধতি সরওয়ারে আলম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এভাবে বর্ণনা করেছেন যে, لِيُحِدَّ اَحَدُكُمْ شَفْرَتَهٗ অর্থাৎ, তোমাদের উচিত ছুরি ধারালো করে নেওয়া। উলামায়ে কেরাম বলেন: পশুরাও মৃত্যুকে ভয় পায়। একারণে