Book Name:Janwaron Par Reham Kijiye

মৃত্যুর দোয়া করুন, দ্বীনের কল্যাণও চান, দুনিয়ারও কল্যাণ চান হযরত ইকরামা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আইয়ামে তাশরীকে এই দোয়া করা মুস্তাহাব কোন দোয়া? যা আল্লাহ পাক কুরআন কারীমে আমাদের শিখিয়েছেন:

 

رَبَّنَاۤ  اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَۃً  وَّ فِی الْاٰخِرَۃِ حَسَنَۃً  وَّ قِنَا عَذَابَ النَّارِ (۲۰۱)

(পারা , সূরা বাকারা, আয়াত ২০১)          কানযুল ঈমানের অনুবাদ: হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আমাদেরকে আখিরাতে কল্যাণ দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা করো

(লাতায়িফুল মাআরিফ, পৃ: ৩৮৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

প্রাণীদের প্রতি দয়া করুন!

হে আশিকানে রাসূল! اَلْحَمْدُ لِلّٰه কুরবানীর দিনগুলো আসন্ন সর্বত্র সুন্নাতে ইবরাহীমীর চর্চা হচ্ছে ভাগ্যবান ব্যক্তিরা আল্লাহ পাকের খলীল হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام-এর সুন্নত আদায় করার জন্য অর্থ ব্যয় করে সুন্দর থেকে সুন্দরতম পশু কিনছেন গলিতে গলিতে পশুর আনাগোনা দেখা যাচ্ছে যে ভাগ্যবান আশিকানে রাসূল বছর কুরবানীর সৌভাগ্য অর্জন করছেন, আল্লাহ পাক তাদের সকলের কুরবানী নিজ দরবারে কবুল করুন আর যারা কুরবানীর সামর্থ্য রাখেন না এবং হৃদয়ে আকাঙ্ক্ষা পোষণ করছেন, আল্লাহ পাক তাদেরকেও সামর্থ্য নসীব করুন

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

اَلْحَمْدُ لِلّٰه কুরবানীর দিনগুলোতে পশু কেনাও হয়, কিছুদিন ঘরে রাখারও রীতি আছে প্রসঙ্গে আমাদের উচিত, আমরা যেন পশুদের অধিকার (Rights) সম্পর্কেও জানি এবং এই বোবা প্রাণীদের পূর্ণ খেয়াল রাখি আসুন, প্রসঙ্গে একটি সুন্দর হাদীস শরীফ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা শোনার সৌভাগ্য অর্জন করি:

প্রতিটি বিষয়ে ইহসানের নির্দেশ দেওয়া হয়েছে:

যরত শাদ্দাদ বিন আওস رَضِیَ اللهُ عَنْہُ রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-এর সাহাবী এবং প্রখ্যাত সাহাবী, দরবারে রিসালাতের কবি হযরত হাসসান বিন সাবিত رَضِیَ اللهُ عَنْہُ-এর