Book Name:Musibaton Par Sabr Ka Zehen Kaise Banye?

১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ "তাফসীর শোনা ও শোনানোর হালকা"

প্রিয় ইসলামী ভাইয়েরা! বিপদের উপর ধৈর্য এবং তা থেকে প্রাপ্ত উপকার লুফে নেওয়ার সহজ উপায় এটাও যে, আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে যুক্ত হয়ে নেকীর কাজে উন্নতির জন্য জেলী হালকার ১২টি দ্বীনি কাজের সাড়া জাগানো হোক ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো "তাফসীর শোনা শোনানোর হালকা", যেখানে ৩টি কুরআনের আয়াত, সেগুলোর তরজমা এবং তাফসীর শোনানো হয় এবং শাজারা কাদেরিয়া, রেজভিয়া, জিয়াইয়া, আত্তারিয়াও পড়া শোনানো হয় আপনিও তাফসীর শোনা শোনানোর হালকাতে অংশগ্রহণের অভ্যাস গড়ে তুলুন, اِنْ شآءَ الله! অনেক বরকত পাবেন

 

প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! বিপদ অনেক সময় মু'মিনের জন্য রহমত হয়ে আসে সুতরাং যদি আমরা বিপদে ধৈর্য ধরতে সফল হই, তবে কিয়ামতের দিন এর এমন মহান সওয়াবের অধিকারী হব, যা দেখে লোকেরা (ঈর্ষা) করবে যেমন:

 

সুস্থ ব্যক্তিরা আকাঙ্ক্ষা করবে!

নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফরমান: যখন কিয়ামতের দিন অসুস্থ বিপদগ্রস্ত লোকদের সওয়াব (দান) করা হবে, তখন সুস্থ ব্যক্তিরা আকাঙ্ক্ষা করবে যে, হায়! দুনিয়াতে আমাদের চামড়া কাঁচি দিয়ে কাটা হতো (তিরমিযী, /১৮০, হাদীস: ২৪১০) অর্থাৎ আকাঙ্ক্ষা প্রত্যাশা করবে যে, আমাদের উপর দুনিয়াতে এমন অসুস্থতা আসত, যাতে অপারেশনের মাধ্যমে আমাদের চামড়া কাটা হতো, যাতে আমরাও সেই সওয়াব পেতাম যা অন্য অসুস্থ বিপদগ্রস্তরা পাচ্ছে (মিরআতুল মানাজীহ, /৪২৪)

 

্রিয় ইসলামী ভাইয়েরা! ঈমানের সাথে জীবনযাপনকারীই সফল। শয়তান (সর্বদা) ঈমান নষ্ট করার চেষ্টায় লেগে থাকে। বিপদ আসার পর ধৈর্য ধরে সর্বাবস্থায় রবের সন্তুষ্টির উপর রাজি থাকা উচিত। আল্লাহ পাক যাকে চান (অগণিত) জান্নাতে প্রবেশ করান এবং যাকে চান পরীক্ষায় ফেলে ধৈর্যের (সক্ষমতা) দান করে পুরস্কার ও সম্মানের (বর্ষণ) করেন। (পূর্ণাঙ্গ) মু'মিন সেই, যে সর্বাবস্থায় রবের (কৃতজ্ঞ) বান্দা হয়ে থাকে। বিপদের