Book Name:Musibaton Par Sabr Ka Zehen Kaise Banye?
জিনিসপত্র না থাকলেও রাজি থাকাকে কানা'আত (অল্পে তুষ্টি) বলে। (আত-তারিফাত লিল-জুরজানী, পৃ. ১২৬) * তাওয়াক্কুলের তিনটি স্তর রয়েছে:
(১) আল্লাহ পাকের সত্তার উপর ভরসা করা, (২) তাঁর হুকুমের সামনে মাথা নত করা, (৩) নিজের সমস্ত (বিষয়) তাঁর উপর (হস্তান্তর) করে দেওয়া। (রিসালা-ই-কুশায়রিয়া, পৃ. ২০৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
তাওয়াক্কুল ও কানা'আতের বাকি মাদানী ফুলগুলো তারবিয়াতী হালকাতে বর্ণনা করা হবে, তাই সেগুলো জানার জন্য তারবিয়াতী হালকাতে অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায়
পঠিত ৬
টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ