Book Name:Musibaton Par Sabr Ka Zehen Kaise Banye?

জিনিসপত্র না থাকলেও রাজি থাকাকে কানা'আত (অল্পে তুষ্টি) বলে (আত-তারিফাত লিল-জুরজানী, পৃ. ১২৬) * তাওয়াক্কুলের তিনটি স্তর রয়েছে:
(
) আল্লাহ পাকের সত্তার উপর ভরসা করা, () তাঁর হুকুমের সামনে মাথা নত করা, () নিজের সমস্ত (বিষয়) তাঁর উপর (হস্তান্তর) করে দেওয়া (রিসালা--কুশায়রিয়া, পৃ. ২০৩)

 صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ঘোষণা

    তাওয়াক্কুল কানা'আতের বাকি মাদানী ফুলগুলো তারবিয়াতী হালকাতে বর্ণনা করা হবে, তাই সেগুলো জানার জন্য তারবিয়াতী হালকাতে অবশ্যই অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

 

 

 

 

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
টি দরূদ শরীফ ও ২টি দোয়া

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

            বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ