Book Name:Musibaton Par Sabr Ka Zehen Kaise Banye?
খারাপ (স্বভাব) এবং অত্যন্ত খারাপ (অভ্যাস)। আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে যে রিযিক, নিয়ামত এবং ধন-সম্পদ বা (অর্থাৎ ইজ্জত ও মর্যাদা) পায়), তার উপর রাজি হয়ে কানা'আত করে নেওয়া উচিত। (জান্নাতী যেওর, পৃ.১১০, সংক্ষেপে) * যার লোলুপ দৃষ্টি মানুষের কব্জায় থাকা মালের দিকে দেখতে থাকে, সে সবসময় (দুঃখিত) থাকবে। (রিসালা-ই-কুশায়রিয়া, পৃ. ১৯৮) * বাল'আম ইবনে বা'উরা যে একজন (অনেক বড়) আলেম এবং (যার দুআ কবুল হতো) ছিল, (লোভ) ও লালসা তাকে দুনিয়া ও আখেরাতে ধ্বংস ও বরবাদ করে দিয়েছে। (মালফুজাতে আ'লা হযরত, পৃ. ৩৬৭, সংক্ষেপে) * আল্লাহ পাক বলেন: সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি সম্পদশালী, যে আমার দেওয়া জিনিসের উপর সবচেয়ে বেশি কানা'আত করে। (ইবনে আসাকির,, ৬১/১৩৯, সংক্ষেপে) * যদি মানুষের কাছে সম্পদের দুটি উপত্যকাও থাকে, তবুও সে তৃতীয় উপত্যকার আকাঙ্ক্ষা করবে এবং আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছুই ভরতে পারে না। (মুসলিম, পৃ.৪০৪,, হাদীস: ২৪১৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কুফর ও দারিদ্র্য থেকে বাঁচার দুআ
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী “কুফর ও দারিদ্র থেকে বাঁচার দোয়া” মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:
اَللّٰھُمَّ اِنِّی اَعُوْذُ بِکَ مِنَ الْکُفْرِ وَالْفَقْرِ وَ عَذَابِ الْقَبْرِ
(নাসাঈ, পৃ. ২৩১, হাদীস: ১৩৪৪)
অনুবাদ: হে আল্লাহ! আমি কুফর, দারিদ্র্য এবং কবরের আযাব থেকে তোমার আশ্রয় চাই। (মাদানী পাঞ্জ সূরা, পৃ. ২২২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।