Book Name:Musibaton Par Sabr Ka Zehen Kaise Banye?
কারণে আল্লাহ পাকের উপর (আপত্তি) করে নিজেকে চিরকালের জন্য জাহান্নামের (হস্তান্তর) করে দেওয়া ব্যক্তি অনেক বড় (হতভাগ্য)। প্রত্যেক মুসলমানকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকা উচিত। পারা ২, সূরাতুল বাকারার ২১৪ নম্বর আয়াতে আল্লাহ তা'আলার ফরমান:
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّۃَ وَ لَمَّا یَاْتِکُمْ مَّثَلُ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِکُمْ
(পারা ১, বাকারা, আয়াত ১) কানযুল ঈমানের অনুবাদ: তোমরা কি এ ধারনায় রয়েছো যে, জান্নাতে চলে যাবে? আর এখন তোমাদের উপর পূর্বর্তীদের উপর মতো রোয়েদাদ (অবস্থা) আসেনি।
এই আয়াতে কারীমার অধীনে সদরুল আফাযিল হযরত আল্লামা মাওলানা সাইয়্যিদ মুফতী মুহাম্মদ নঈমুদ্দীন মুরাদাবাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই আয়াত গাযওয়ায়ে আহযাব প্রসঙ্গে নাযিল হয়েছিল, যেখানে মুসলমানদের উপর ঠান্ডা এবং ক্ষুধার (কঠোর) কষ্ট এসেছিল। এতে তাদের ধৈর্যের (শিক্ষা) দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে, আল্লাহ পাকের রাস্তায় কষ্ট সহ্য করা (অনেক আগে) থেকে (অর্থাৎ আল্লাহ পাকের বিশেষ বান্দাদের) (অভ্যাস) ছিল। এখনো তো তোমাদের উপর পূর্ববর্তীদের মতো কষ্ট আসেনি।
তাওয়াক্কুল ও কানা'আতের (অল্পতুষ্টি) মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! তাওয়াক্কুল ও কানা'আত (ভরসা ও অল্পে তুষ্টি) সম্পর্কে কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে ২টি ফরমান-এ-মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লক্ষ্য করুন: (১) (ইরশাদ করেছেন): কানা'আত (অল্পে তুষ্টি) কখনো শেষ না হওয়া (সম্পদ)। (আয-যুহদুল কাবীর, প. ৮৮ , হাদীস : ১০৪) (২) (ইরশাদ করেছেন): নিঃসন্দেহে সফল হয়ে গেল সেই ব্যক্তি, যে ইসলাম গ্রহণ করল এবং তাকে (প্রয়োজন মতো) রিযিক দেওয়া হলো এবং আল্লাহ পাক তাকে যা দিয়েছেন, তার উপর কানা'আতও (দান) করলেন। (মুসলিম, পৃ. ৪০৬ , হাদীস:২৪২৬) মানুষ যা কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে (পায়), তার উপর রাজি হয়ে জীবনযাপন করতে করতে (লোভ) এবং লালসা ছেড়ে দেওয়াকে কানা'আত (অল্পে তুষ্টি) বলে। (জান্নাতী যেওর, পৃ. ১৩৬, সামান্য পরিবর্তনে) দৈনন্দিন ব্যবহার্য