Book Name:Behtar Kon?

তাই আপনিও দা'ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে যুক্ত হয়ে যান আজকের বয়ানে আমরা শুনেছি যে, সর্বোত্তম কাজগুলোর মধ্যে একটি হলো সালাম করা সালাম করার জন্য পরিচিতি থাকা জরুরি নয়, বরং কেউ আমাদের চিনুক বা না চিনুক, তাকে সালাম করা উচিত আমীরে আহলে সুন্নাত (دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ) সালাম (ব্যাপক) করার জন্য আমাদের নেক আমল নম্বর ৩০ দান করেছেন সেই নেক আমলটি হলো: আপনি কি আজ বাড়ি, অফিস, বাস, ট্রেন ইত্যাদিতে আসা-যাওয়ার সময় এবং গলিতে দাঁড়ানো বা বসা মুসলমানদেরকে সালাম করেছেন? এই নেক আমলের উপর আমল করার বরকতে আমরা সর্বোত্তম মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ পাক আমাদেরকে আমলের তাওফীক দান করুকআমীন

 

পাগড়ি বাঁধার সুন্নত ও আদব

্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দা'ওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রযভী যিয়ায়ী (دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ) এর পুস্তিকা "১৬৩ মাদানী ফুল" থেকে পাগড়ি বাঁধার সুন্নত ও আদব শুনি। প্রথমে দুটি ফরমান--মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লক্ষ্য করুন: () ইরশাদ করেন: পাগড়ির সাথে দুই রাকাত নামায পাগড়ি ছাড়া ৭০ রাকাত নামাযের চেয়ে উত্তম। (আল-ফিরদাউস বিমা'সূরিল খিতাব, /২৬৫, হাদীস: ৩২৩৩) () পাগড়ি আরবের তাজ, তাই পাগড়ি বাঁধো, তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং যে পাগড়ি বাঁধে তার জন্য প্রতিটি প্যাঁচে একটি করে নেকী রয়েছে। (কানযুল উম্মাল, ১৫/১৩৩, সংখ্যা: ৪১১৩৮) মাকতাবাতুল মদীনার কিতাব "বাহার--শরীয়ত", খণ্ড ৩, পৃষ্ঠা ৬৬০ এ আছে: পাগড়ি দাঁড়িয়ে বাঁধা উচিত এবং পায়জামা বসে পরা উচিত। যে এর উল্টো করলো (অর্থাৎ পাগড়ি বসে বাঁধলো এবং পায়জামা দাঁড়িয়ে পরলো) সে এমন রোগে আক্রান্ত হবে যার কোনো ঔষধ নেই। আল্লাহর রহমত হয়ে দুনিয়ায় আগমনকারী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পাগড়ি শরীফ প্রায়শই সাদা, কখনও কালো এবং কখনও সবুজ হতো। (কাশফুন নাস ফী ইনতিখাবি লিবাস, পৃ. ৩৮) * পাগড়ির শিমলার (ঝুলন্ত অংশ) পরিমাণ কমপক্ষে চার আঙ্গুল এবং সর্বোচ্চ (পিঠের অর্ধেক পর্যন্ত অর্থাৎ