Book Name:Behtar Kon?

সুন্নাতের শিক্ষা বিনামূল্যে অর্জন করে আপনিও এই মাদরাসাতুল মদীনা (বালিগান) পড়ার বা পড়ানোর নিয়্যত করে দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ অর্জন করুন

 

যে শিখতে পারে, সে যেন অবশ্যই শেখে

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (رَضِیَ اللهُ عَنْہُ) বলেন: নিঃসন্দেহে এই কুরআন করীম আল্লাহ পাকের পক্ষ থেকে একটি যিয়াফত, সুতরাং যে এর থেকে কিছু শেখার ক্ষমতা রাখে, তার উচিত তা শেখা কারণ কল্যাণ থেকে সবচেয়ে খালি সেই ঘর যার মধ্যে আল্লাহর কিতাব থেকে কিছুই নেই আর যে ঘরে আল্লাহর কিতাব থেকে কিছুই নেই সেটা ওই বিরান ঘরের মতো যেটাকে কেউ আবাদকারী নয়

(মুসান্নাফে আব্দুর রাযযাক, খণ্ড: , পৃষ্ঠা: ২২৫, হাদীস: ৬০১৮)

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! যে ঘরে কুরআন করীম শেখানোর লোক, শেখার লোক, বা তার তিলাওয়াত করার লোক কেউ নেই, সেই ঘর (নির্জন) তাই নিজেদের ঘরগুলোকে (নির্জন) হওয়া থেকে বাঁচান অন্তরে কুরআন করীম শেখার, অন্যদের শেখানোর এবং এর (অনেক) তিলাওয়াত করার (আগ্রহ) বাড়ান! اِنْ شآءَ الله দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ (অর্জিত) হবে

রোজ কিয়ামতে তিলাওয়াতকারীর উপর কৃপা

কটি বর্ণনায় আছে, আল্লাহর শেষ নবী, রসূলে হাশেমী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি দিন ও রাতে কুরআন করীমের তিলাওয়াত করে, কুরআনের হালালকে হালাল এবং হারামকে হারাম জানে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে তার রফীক (সাথী) বানিয়ে দেন। যখন কিয়ামতের দিন আসবে, কুরআন করীম সেই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দলীল পেশ করবে। কুরআন বলবে: হে আমার রব! প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে তার কাজের পারিশ্রমিক পেত, কিন্তু অমুক ব্যক্তি দিন ও রাতে আমার তিলাওয়াত করত, আমার হালালকে হালাল এবং হারামকে হারাম জানত। হে রব! আজ তাকে প্রতিদান দিন। কুরআন করীমের আরযের উপর সেই ব্যক্তিকে শাহী তাজ এবং কারামতের (সম্মানের) পোশাক পরানো হবে। তারপর আল্লাহ পাক কুরআন করীমকে বলবেন: