Book Name:Behtar Kon?

 

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! ? ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো ? আদব সহকারে বসবো ? বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
? নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো ? যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সম্মানের মাপকাঠি হলো তাকওয়া

সাহাবী ইবনে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رَضِیَ اللهُ عَنْہُمَا) বলেন: মক্কা বিজয়ের দিন আল্লাহর শেষ নবী, রসূলে হাশেমী
 صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর মুয়াজ্জিন হযরত বিলাল (رَضِیَ اللهُ عَنْہُ)-কে কা'বা শরীফের ছাদে দাঁড়িয়ে আযান দেওয়ার নির্দেশ দেন অতঃপর হযরত বিলাল (رَضِیَ اللهُ عَنْہُ) সেই নির্দেশ পালন করেন (হযরত বিলাল (رَضِیَ اللهُ عَنْہُ) হাবশার (আবিসিনিয়ার) অধিবাসী ছিলেন, তিনি মক্কা মুকাররামায় দীর্ঘকাল দাসত্বের জীবন কাটিয়েছিলেন, তাই তাঁকে কা'বা শরীফের ছাদে দাঁড়িয়ে আযান দিতে দেখে মক্কা মুকাররামার কিছু সর্দার তাঁর সম্পর্কে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করে এদিকে মক্কার কিছু সর্দার এই অবমাননাকর কথা বলছিল, অপর দিকে হযরত জিবরীল আমীন (عَلَیْہِ السَّلَام) বারেগাহে রিসালাতে (নবীর দরবারে) হাজির হন এবং আল্লাহর শেষ নবী, রসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে তাদের সংবাদ দেন রসূল--আকরাম, নূর--মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাদের সবাইকে ডেকে পাঠান এবং জিজ্ঞাসা করেন: তোমরা কি বিলালের ব্যাপারে এমন এমন কথা বলেছ? তারা সবাই স্বীকার করে যে, হ্যাঁ! আমরা এই কথাগুলো বলেছি এই প্রসঙ্গে পারা ২৬, সূরা হুজুরাতের এই আয়াতটি নাযিল হয়, আল্লাহ পাক ইরশাদ করেন:

(তাফসীরে কুরতুবী, পারা: ২৬, সূরা হুজুরাত, আয়াত: ১৩ এর অধীনে, খণ্ড: ১০, পৃষ্ঠা: ২১১)

 

یٰۤاَیُّہَا النَّاسُ اِنَّا خَلَقْنٰکُمْ مِّنْ ذَکَرٍ وَّ اُنْثٰی وَ جَعَلْنٰکُمْ شُعُوْبًا وَّ قَبَآئِلَ لِتَعَارَفُوْا ؕ اِنَّ اَکْرَمَکُمْ عِنْدَ اللّٰہِ اَتْقٰکُمْ ؕ اِنَّ اللّٰہَ عَلِیْمٌ خَبِیْرٌ