Book Name:Behtar Kon?
(২) যেন শবে কদর পেয়ে গেলো:
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো।
(তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ২৪ জুলাই ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
পাগড়ি বাঁধার বাকি সুন্নত ও আদব
* পাগড়ি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বাঁধুন। (কাশফুল ইলতিবাস, পৃ ৩৮)
* পাগড়িতে সুন্নত হলো তা আড়াই গজের কম এবং ছয় গজের বেশি না হওয়া এবং এর বাঁধন গম্বুজের মতো হওয়া। (ফাতাওয়া রযভিয়্যাহ, ২২/১৮৬)
* চিকিৎসা গবেষনা অনুযায়ী, মাথাব্যথার জন্য পাগড়ি পরা খুব উপকারী। * পাগড়ি মস্তিষ্ককে শক্তি যোগায় এবং স্মৃতিশক্তিকে মজবুত করে। * পাগড়ি বাঁধলে স্থায়ী সর্দি-কাশি হয় না বা হলেও এর প্রভাব কমে যায়। * পাগড়ির শিমলা (ঝুলন্ত অংশ) নিম্নদেহের পক্ষাঘাত থেকে বাঁচায়, কারণ শিমলা (স্পাইনাল কর্ড)-কে মৌসুমী প্রভাব যেমন ঠাণ্ডা-গরম ইত্যাদি থেকে সুরক্ষা দেয়। * পাগড়ির ফযীলত ও উপকারিতা সম্পর্কে আরও তথ্য জানার জন্য শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত (دَامَتْ
بَرَکَاتُہُمُ الْعَالِیَہ) এর পুস্তিকা "১৬৩ মাদানী ফুল"
পড়ুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
শৌচাগারে প্রবেশের পূর্বের দু'আ
দা'ওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমার সময়সূচী অনুযায়ী "শৌচাগারে