Book Name:Imam Gazali Ki Naseehaten

খুব গভীরভাবে চিন্তা করেন তিনি জানতেন যে, এই পথটি খুবই কঠিন সুতরাং কামিল পীরের নির্দেশনা ছাড়া এই পথে চলা এবং সফলতা অর্জন করা সম্ভব নয়।।তাই তিনি শাইখ আবু আলী ফারমাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে উপস্থিত হলেন, নিজের সমস্ত জ্ঞান, পদমর্যাদা ইত্যাদি একপাশে রেখে দিলেন এবং খালি অন্তর নিয়ে কামিল পীরের আনুগত্যে মগ্ন হলেন আল্লামা তাজুদ্দীন সুবকী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: শাইখ ফারমাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে যে সমস্ত ওযিফা যিকির, ইবাদত, রিয়াযত মুযাহাদার নির্দেশ দিতেন, তিনি তা দৃঢ়তার সাথে পালন করতেন, এমনকি আল্লাহ পাক তাঁকে উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দেন

(সিয়ারু 'লামিন নুবালা, খণ্ড: ১৪, পৃষ্ঠা: ৩২১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হে আশিকানে আওলিয়া! হে আশিকানে ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ! চিন্তা করুন! ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মতো একজন বিজ্ঞ আলেমকেও তরিকতের পথে সফলতার জন্য পীরের প্রয়োজন হয়েছে, তাহলে আমাদের কত প্রয়োজন হবে? আল্লাহ পাক পারা , সূরা মায়েদা, আয়াত: ৩৫ ইরশাদ করেন:

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَ ابْتَغُوْۤا اِلَیْهِ الْوَسِیْلَةَ وَ جَاهِدُوْا فِیْ سَبِیْلِهٖ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ(۳۵)

(পারা , সূরা মায়েদা, আয়াত ৩৫)

কানযুল ঈমানের অনুবাদ: হে ঈমানদারগণ! আল্লাহ্‌কে ভয় করো এবং তাঁরই দিকে মাধ্যম তালাশ করো এবং তাঁর পথে জিহাদ করো আশায় যে, সফলতা পেতে পারো

াকিমুল উম্মত, মুফতী আহমদ ইয়ার খান নাঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের ব্যাখ্যায় বলেন: প্রতিটি জিনিসের অনুসন্ধানের জন্য আলাদা দরজা রয়েছে, প্রতিটি পণ্যের অনুসন্ধানের জন্য