Book Name:Imam Gazali Ki Naseehaten

رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইহইয়াউল উলুম লিখেছেন, কিমিয়ায়ে সাদাত লিখেছেন, মুকাশাফাতুল কুলুব লিখেছেন, মিনহাজুল আবিদীন লিখেছেন মনের সংশোধন কিভাবে হবে, আমরা ইবাদতগুজার কিভাবে হবো, নফসের উপর নিয়ন্ত্রণ কিভাবে আনতে হবে, শয়তানের মোকাবেলা কিভাবে করতে হবে, কোন কোন জিনিস জাহান্নামের দিকে নিয়ে যায়, জান্নাতের পথ কি, আল্লাহ পাকের নৈকট্য কিভাবে মিলবে, বাতেনী রোগ থেকে মুক্তি কিভাবে মিলবে, একজন ব্যক্তির নিজের সংশোধন কিভাবে হবে, পরিবারের সংশোধন কিভাবে হবে, সমাজের সংশোধন কিভাবে হবে, এই সমস্ত বিষয় ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কিতাবে লিখেছেন, মানুষকে জানিয়েছেন, এর জন্য ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খানকা নির্মাণ করেছেন, মাদরাসা নির্মাণ করেছেন ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মাহফিল করতেন, দরস দিতেন, বয়ান করতেন, মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিতেন এবং কুরআন হাদীসের উপর আমল করার দাওয়াত দিতেন

(ফয়যানে ইমাম গাযযালী, পৃষ্ঠা:৬৫)

ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শিক্ষার সারসংক্ষেপ

আসুন! ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কিতাব মিনহাজুল আবিদীন এর আলোকে সংশোধনের কিছু মাদানী ফুল শুনি: মিনহাজুল আবিদীন ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শেষ রচনা এই কিতাবের মূল বিষয়বস্তু সূরা যারিয়াত এর আয়াত নম্বর ৫৬, যেখানে আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ مَا خَلَقْتُ الْجِنَّ وَ الْاِنْسَ اِلَّا لِیَعْبُدُوْنِ(۵۶)

(পারা ২৭, যারিয়াত, আয়াত ৫৬)

কানযুল ঈমানের অনুবাদ: এবং আমি জিন্‌ মানবজাতিকে জন্যই সৃষ্টিই করেছি যেন, তারা শুধু আমারই ইবাদত করে