Book Name:Do Noor Wale Sahabi

এক বর্ণনায় আছে: তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দোয়া করলেন: হে আল্লাহ পাক! আমি উসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও উসমানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও (ফাযাইলে সাহাবা, পৃ: ৪৮৪, হাদীস: ৭৮৪)

হযরত আবু সাঈদ খুদরী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি প্রিয় আকা, মদীনাওয়ালা মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দেখেছি! রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সারারাত হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ জন্য এই দোয়া করতে থাকলেন: হে আল্লাহ পাক! আমি উসমানের প্রতি সন্তুষ্ট হয়েছি, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও (তারিখে দামেশক, খণ্ড: ৩৯, পৃ: ৫৪ )

মুস্তফার সন্তুষ্টি লাভ করা বিরাট ফযীলত:

হে আশিকানে রাসূল! হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ সৌভাগ্য দেখুন! ঈর্ষণীয় বিষয়, প্রিয় রাসূল, রাসূল--মকবুল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সারারাত তাঁর জন্য দোয়া করলেন: ইয়া আল্লাহ! আমি উসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও

! اَللهُ اَكْبَر যাঁর প্রতি আল্লাহর প্রিয় হাবীব, উভয় জাহানের আকা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সন্তুষ্ট হয়ে যান, তাঁর আর কী চাই...!!

মুস্তফার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন!

হে আশিকানে রাসূল! আমাদেরও উচিত! আমরাও যেন আল্লাহর প্রিয় হাবীব, সরদারে আম্বিয়া صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সন্তুষ্ট করার চেষ্টা করি * নেক কাজ করি * গুনাহ থেকে বেঁচে থাকি * দরূদ শরীফ পড়ি * আল্লাহর যিকির করি * কুরআন শরীফের অধিক পরিমাণে তিলাওয়াত করি * মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুঃখী উম্মতের দুঃখ ভাগ করে নিই * আশিকানে রাসূলের প্রতি সহানুভূতি প্রকাশ করি * অন্যদের উপকারে আসি এমন করলে اِنْ شَآءَ الله আল্লাহ পাকের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন যদি রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সন্তুষ্ট হয়ে যান, তাহলে اِنْ شَآءَ الله আল্লাহ পাকও সন্তুষ্ট হয়ে যাবেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد