Book Name:Do Noor Wale Sahabi
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানকে সমাপ্তির দিকে নিয়ে যেতে যেতে সুন্নতের ফযীলত এবং জীবনের কিছু আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি। তাজেদারে রিসালাত, শাহানশাহে নবুওয়াত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: مَنْ اَحَبَّ سُنَّتِي فَقَدْ اَحَبَّنِي وَمَنْ اَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ যে আমার সুন্নতকে ভালবাসল, সে আমাকে ভালবাসল, আর যে আমাকে ভালবাসল, সে জান্নাতে আমার সাথে থাকবে। (মেশকাত, খণ্ড, ১, পৃ: ৫৫, হাদীস: ১৭৫)
২টি আংটি পরিধানের সুন্নত ও আদব:
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালা ''১৬৩ মাদানী ফুল'' থেকে আংটির কয়েকটি সুন্নত ও আদব শুনি। * পুরুষের জন্য সোনার আংটি পরিধান করা হারাম। আল্লাহ পাকের রহমত হয়ে দুনিয়ায় আগত নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সোনার আংটি পরিধান করতে নিষেধ করেছেন। (বুখারী, ৪/৬৭, হাদীস: ৫৮৬৩) * (নাবালেগ) ছেলেকে সোনা-রূপার অলঙ্কার পরানো হারাম এবং যে পরাবে সে গুনাহগার হবে। (বাহারে শরীয়ত, ৩/৪২৮, দুররে মুখতার ও রদ্দুল মুহতার, ৯/৫৯৮) * লোহার আংটি জাহান্নামীদের অলঙ্কার। (তিরমিযী, ৩/৩০৫, হাদীস: ১৭৯২)
আংটি পরিধানের অবশিষ্ট সুন্নত ও আদব তরবিয়্যতী হালকায় বয়ান করা হবে অতএব এগুলো জানতে তরবিয়্যতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর
সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি
দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ