Book Name:Do Noor Wale Sahabi

আল্লাহ পাক হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ উপর কোটি কোটি রহমত বর্ষণ করুন তাঁর ওসিলায় আমাদেরকেও রাসূলপ্রেমের অফুরন্ত সম্পদ, সুন্নতের প্রতি ভালবাসা, প্রিয় আকা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আনুগত্যের উদ্দীপনা দান করুন

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নেক আমল নম্বর ৫৮ এর প্রতি উৎসাহ প্রদান :

প্রিয় ইসলামী ভাইয়েরা! নেক নামাযী হওয়ার, সুন্নতের প্রতি ভালবাসা পোষণ করার এবং মুস্তফার আনুগত্যের উদ্দীপনা লাভের জন্য আশিকানে রাসূলের দ্বীনী সংগঠন দাওয়াতে-ইসলামীর দ্বীনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান! জেলি হালকার ১২টি দ্বীনী কাজেও অধীর আগ্রহের সাথে অংশগ্রহণ করুন! اِنْ شَآءَ الله দ্বীন দুনিয়ার অসংখ্য কল্যাণ অর্জিত হবে মনে রাখবেন! জেলি হালকার ১২টি দ্বীনী কাজের মধ্যে প্রতিদিনের একটি দ্বীনী কাজ হলো "নেক আমাল" এর রিসালা পূরণ (Fill) করা শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত "৭২ নেক আমল" নেককার হওয়ার এমন এক অসাধারণ ব্যবস্থাপত্র যে, এগুলোর উপর নিয়মিত আমলকারী ধীরে ধীরে নেক আমলকারী হয়ে ওঠে এই "৭২ নেক আমল" এর মধ্যে একটি নেক আমল নম্বর ৫৮ হলো: "সাপ্তাহিক মাদানী মুযাকারা দেখা বা শোনার সৌভাগ্য কি অর্জন করেছেন?"

اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরীকত, রাহবারে শরীয়ত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা, আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রযভী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রতি সপ্তাহে এশার নামাযের পর মাদানী চ্যানেলে সরাসরি (Live) মাদানী মুযাকারা পরিচালনা করেন, যেখানে সারা বিশ্ব থেকে আশিকানে রাসূল দ্বীনী দুনিয়াবী সমস্যার সমাধানের জন্য তাঁর দরবারে প্রশ্ন করেন এবং তিনি তাদের ইলম প্রজ্ঞাপূর্ণ উত্তর দেন আপনিও প্রতি সপ্তাহে মাদানী মুযাকারায় অংশগ্রহণের অভ্যাস গড়ে তুলুন! اِنْ شَآءَ الله নিজেই এর বরকত দেখতে পাবেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد