Book Name:Do Noor Wale Sahabi

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

রহস্যময় প্রতিবন্ধী

হযরত আবু কিলাবা رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: আমি একবার শাম দেশে (সিরিয়া) ছিলাম একদিন আমি একটি আওয়াজ শুনলাম, কেউ চিৎকার করে বলছিল: হায় আফসোস! আমার জন্য জাহান্নাম, হায় আফসোস! আমার জন্য জাহান্নাম আমি বিস্মিত হলাম যে, আসলে এই ব্যক্তিটি কে? যে এত দৃঢ় বিশ্বাসের সাথে বলছে যে, তার জন্য জাহান্নাম তিনি বলেন: যেদিক থেকে আওয়াজ আসছিল, আমি উঠে সেদিকে গেলাম সেখানে আমি এক বিস্ময়কর দৃশ্য দেখলাম; এক ব্যক্তি, যার উভয় হাত কাটা, উভয় পা কাটা, উভয় চোখে অন্ধ এবং সে উপুড় হয়ে মাটিতে পড়ে বারবার এটাই বলছিল: হায় আফসোস! আমার জন্য জাহান্নাম, হায় আফসোস! আমার জন্য জাহান্নাম

মি তাকে জিজ্ঞেস করলাম: হে ব্যক্তি! তুমি এমন কেন এবং কী কারণে বলছ? সেই রহস্যময় ব্যক্তি বলল: হে প্রশ্নকারী! আমার অবস্থা জিজ্ঞেস করো না...!! আফসোস! আমি সেই দুর্ভাগাদের অন্তর্ভুক্ত, যারা মুসলমানদের তৃতীয় খলীফা হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে শহীদ করার জন্য তাঁর মহান গৃহে প্রবেশ করেছিল। আমি যখন তলোয়ার নিয়ে হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُর নিকটে পৌঁছলাম, তখন তাঁর সম্মানিতা স্ত্রী
رَضِیَ اللهُ عَنْہَا আমাকে সজোরে ধমকাতে লাগলেন। তাঁর ধমকের আওয়াজ শুনে আমার ক্রোধ হলো, আমি ক্রোধে বিবি সাহিবাকে مَعَاذَ اللہ চড় মেরে দিলাম। যখন হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এই দৃশ্য দেখলেন, তখন তিনি আমার বিরুদ্ধে ৪টি দোয়া করলেন: (১)