Book Name:Do Noor Wale Sahabi

পঞ্চম বৈশিষ্ট্য: বাইয়াতে রিদওয়ান

প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ বৈশিষ্ট্যসমূহের মধ্যে পঞ্চম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যে, রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বাইয়াতে রিদওয়ানের সময় নিজের হাতকে হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ হাত বলে ঘোষণা করেছিলেন

হিজরতের ষষ্ঠ বছর, হুদায়বিয়ার সন্ধির ঘটনা প্রিয় আকা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে দূত বানিয়ে মক্কা মুকাররমায় প্রেরণ করেন ততক্ষণে মক্কা মুকাররমা বিজয় হয়নি, মক্কা মুকাররমা অমুসলিমদের দখলে ছিল ফলে, মক্কাবাসীরা হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে আটকে দেয় এদিকে একটি মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে যে, অমুসলিমরা হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে শহীদ করে দিয়েছে

গায়েব সম্পর্কে অবগত নবী, রাসূল--হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যদিও জানতেন যে এই খবর মিথ্যা, তবুও তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان থেকে এই মর্মে বাইয়াত নিলেন যে, যদি সত্যিই উসমান শহীদ হয়ে থাকেন, তবে আমরা অবশ্যই তাঁর প্রতিশোধ নেব

এই বাইয়াতের উল্লেখ কুরআন শরীফে এভাবে করা হয়েছে:

اِنَّ الَّذِیْنَ یُبَایِعُوْنَکَ اِنَّمَا یُبَایِعُوْنَ اللّٰہَ ؕ یَدُ اللّٰہِ فَوْقَ اَیْدِیْہِمْ ۚ فَمَنْ نَّکَثَ فَاِنَّمَا یَنْکُثُ عَلٰی نَفْسِہٖ ۚ
وَ مَنْ اَوْفٰی بِمَا عٰہَدَ عَلَیْہُ اللّٰہَ فَسَیُؤْتِیْہِ اَجْرًا عَظِیْمًا (۱۰)

(পারা ২৬, সূরা ফাতাহ, আয়াত ১০)            কানযুল ঈমানের অনুবাদ: ঐসব লোক, যারা আপনার নিকট বায়'আত গ্রহণ করছে তারা তো আল্লাহ এরই নিকট বায়'আত গ্রহণ করছে তাদের হাতগুলোর উপর আল্লাহ এর হাত রয়েছে সুতরাং যে কেউ অঙ্গীকার ভঙ্গ করেছে সে নিজেরই অনিষ্টার্থে অঙ্গীকার ভঙ্গ করেছে, আর যে কেউ পূরণ করেছে অঙ্গীকারকে যা সে আল্লাহ এর সাথে করেছিলো, তবে অতি সত্বর আল্লাহ তাকে মহা পুরস্কার দেবেন