Book Name:Aal e Nabi Ke Fazail
সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর সাথেও মুহাব্বত রাখে এবং আহলে বাইতে পাক رَضِیَ اللهُ عَنْہُمْ এর প্রতিও মুহাব্বত রাখে। এই সমস্ত সম্পর্ক মেলানোর ফল এটাই হলো যে, সাহাবায়ে কিরাম এবং আহলে বাইতে পাকের মুহাব্বত মুসলমান হওয়ার চিহ্ন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আহলে বাইতের সত্যিকারের আশিক কে...?
হে আশিকানে সাহাবা ও আহলে বাইত! আহলে বাইতের সত্যিকারের আশিক কে, এটাও শুনে নিন! বর্ণিত আছে: একদিন হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ খুতবা দিচ্ছিলেন, এমন সময় ইমামে আলী মকাম ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ তাশরীফ নিয়ে এলেন। হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ দ্রুত খুতবা শেষ করে মিম্বর থেকে নেমে গেলেন। এবার হযরত ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ মিম্বরে তাশরীফ আনলেন, তিনি আল্লাহ পাকের হামদ ও সানা বর্ণনা করলেন, তারপর বললেন: আমাকে আমার নানাজান জানিয়েছেন যে, আল্লাহ পাক বলেন: আরশে আযমের খুঁটির নিচে সবুজ রঙের একটি ফলক আছে, তাতে লেখা আছে: হে আলে মুহাম্মদের দল! তোমাদের মধ্যে যে কেউ কিয়ামতের দিন لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ এর সাক্ষ্য দিতে দিতে আসবে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করবেন।
এ কথা শুনে হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ জিজ্ঞেস করলেন: হে আবু আব্দুল্লাহ (অর্থাৎ ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ)! আলে মুহাম্মদের দল কারা? তিনি বললেন: যারা শায়খাইন অর্থাৎ আবু বকর ও উমরকে, উসমান গণিকে (رَضِیَ اللهُ عَنْہُ), আমার সম্মানিত পিতা মাওলা আলীকে (رَضِیَ اللهُ عَنْہُ) এবং হে মুয়াবিয়া! (رَضِیَ اللهُ عَنْہُ) আপনাকে মন্দ বলে না, তারাই আলে মুহাম্মদের দল। (তারিখে মদীনা দামেস্ক, ১৪/১১৩-১১৪)
سُبْحٰنَ الله! জানা গেল; যে সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এরও আদব করে, চার ইয়ারানে নবীরও আদব করে এবং খালুল মু'মিনীন (অর্থাৎ সকল মুসলমানের মামা) হযরত আমীরে মুয়াবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর বিরুদ্ধেও মুখ খোলে না, সেই হলো সত্যিকারের আশিকে আহলে বাইত।