Book Name:Aal e Nabi Ke Fazail

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

 

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

্রিয় ইসলামী ভাইয়েরা! তৈমুর লঙ ছিলেন তৈমুরী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম শাসক। তিনি ১৩৩৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ১৪০৫ খ্রিস্টাব্দে অর্থাৎ ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ১০ বছর বয়সেই কুরআনুল করীম হিফয করে ফেলেছিলেন। শায়খ যাইনুদ্দীন বাগদাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: তৈমুর লঙ মৃত্যুশয্যায় (অর্থাৎ যে শেষ রোগে তার মৃত্যু হয়) শায়িত ছিলেন। একদিন তীব্র শোকের কারণে তার চেহারা কালো হয়ে গেল, রঙ বদলে গেল। কিছুক্ষণ পর যখন অবস্থা কিছুটা স্বাভাবিক হলো, তখন লোকেরা তাকে অবস্থা জানাল যে, রোগের তীব্রতার কারণে হঠাৎ আপনার চেহারা কালো হয়ে গিয়েছিল, রঙ বদলে গিয়েছিল। এর উত্তরে তৈমুর লঙ বললেন: আমি আযাবের ফেরেশতাদের দেখেছিলাম, তারা আমার দিকে আসছিল। তাদের দেখে আমার উপর তীব্র শোক ছেয়ে গিয়েছিল, যার কারণে আমার রঙ কালো হয়ে গিয়েছিল। এরপর দ্রুতই উম্মতের দুঃখ মোচনকারী নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরীফ