Book Name:Aal e Nabi Ke Fazail
করল: আপনি সৈয়দজাদাদের এত সম্মান কেন করেন? ইমাম সাহেব বললেন: এক সৈয়দ সাহেব ছিলেন যিনি অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকতেন। যখন তাঁর ইন্তেকাল হলো, তখন আমার উস্তাদ সাহেব তাঁর জানাযা পড়াননি। পরে আমার উস্তাদ সাহেবকে স্বপ্নে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত নসীব হলো। তাঁর সাথে তাঁর শাহজাদী হযরত খাতুনে জান্নাত رَضِیَ اللهُ عَنْہَا ও ছিলেন। সায়্যিদায়ে কায়েনাত رَضِیَ اللهُ عَنْہَا আমার উস্তাদে মুহতারাম থেকে মুখ ফিরিয়ে নিলেন। উস্তাদে মুহতারাম আদবের সাথে অনুরোধ করলে তিনি বললেন: আমাদের আওলাদের ইজ্জত করার জন্য কি আমাদের ইজ্জত ও আযমত যথেষ্ট নয়...!! (আশ শারফুল মুয়াব্বাদ লি আলে মুহাম্মদ, মাক্বসুদুছ ছালিছ, ফসলু জুমলাতু আছার ও ক্বসাস, ১০২ পৃ:) (অর্থাৎ যদি আমাদের আওলাদের মধ্যে তোমরা কোনো নেকী দেখতে না পাও, তবে আমরা তো সম্মান ও শ্রদ্ধার অধিকারী, আমাদের ইজ্জতের খাতিরেই আমাদের আওলাদের সম্মান করো!) আল্লাহ পাক আমাদের সৈয়দজাদাদের আদব ও সম্মান করার তাওফিক দান করুক।
আল্লাহ পাক আমাদের সাহাবায়ে কিরাম এবং আহলে বাইতে পাক رَضِیَ اللهُ عَنْہُمْ এর আদবকারী, সত্যিকারের আশিক বানিয়ে দিক এবং তাদের প্রতি শত্রুতা ও অবমাননা থেকে সর্বদা হেফাযত করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
নেক আমল নম্বর ৪২ এর প্রতি উৎসাহ প্রদান
হে আশিকানে রাসূল! সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা অন্তরে বৃদ্ধি করতে, সাদাতে কেরামের প্রতি আদবশীল হতে, গুনাহ থেকে বাঁচতে এবং নেক কাজে অবিচল থাকার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে যুক্ত হয়ে যান এবং যেলি হালকার ১২টি দ্বীনি কাজেও খুব অংশগ্রহণ করুন! “৭২ নেক আমল” এর উপর আমল করুন এবং কাফেলায় সফর করুন! এর বরকতে اِنْ شَآءَ الله দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ নসীব হবে।