Book Name:Aal e Nabi Ke Fazail

صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র স্ত্রীগণ এবং তাঁর আওলাদে পাকগণ গুনাহ থেকে পবিত্র (তাফসীরে নুরুল ইরফান, পারা: ২২, সূরা আহযাব, আয়াতের পাদটীকা: ৩৩)

 

সকল মন্দ চরিত্র থেকে পবিত্র

সদরুল আফাযিল মুফতি মুহাম্মদ নঈম উদ্দীন মুরাদাবাদী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই আয়াতে করীমা আহলে বাইতে কিরামের মর্যাদার উৎস এর দ্বারা আহলে বাইতে পাকের সর্বোচ্চ বৈশিষ্ট্য এবং উঁচু শান আযমতের প্রকাশ ঘটে এবং থেকে জানা যায় যে, আল্লাহ পাক আহলে বাইতে পাককে সকল মন্দ চরিত্র থেকে পবিত্র রেখেছেন, বরং যা কিছুই তাদের উঁচু মকাম মর্যাদার যোগ্য নয়, আল্লাহ পাক তাদেরকে তা থেকে সুরক্ষিত রাখেন বাঁচিয়ে রাখেন (সাওয়ানিহে কারবালা, ৮২ পৃ:)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আহলে বাইতে কারা কারা অন্তর্ভুক্ত?

হযরত ইমাম ফখরুদ্দীন রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উল্লেখিত আয়াতের অধীনে বলেন: আহলে বাইতে আতহার কারা কারা রয়েছেন, বিষয়ে বিভিন্ন মত রয়েছে তবে সবচেয়ে উত্তম কথা হলো, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সকল সন্তান, তাঁর পবিত্র স্ত্রীগণ আহলে বাইত, হযরত ইমাম হাসান হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এবং হযরত মওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ তাদের মধ্যে অন্তর্ভুক্ত (তাফসীরে কবীর, পারা: ২২, সূরা আহযাব, আয়াতের পাদটীকা: ৩৩, /১৬৮)

 

সাদাতে কিরাম জাহান্নামে যাবেন না (اِنْ شَآءَ الله)

প্রিয় ইসলামী ভাইয়েরা! এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, আহলে বাইতে পাকগণ গুনাহ থেকে মাহফুয (সুরক্ষিত), কিন্তু মাছুম (নিষ্পাপ) নন কারণ নিষ্পাপ শুধু নবীগণ এবং ফেরেশতারাই হয়ে থাকেন 'মাহফুয' বা সুরক্ষিত এর অর্থ হলো, তাদের থেকে গুনাহ হওয়া সম্ভব হলেও আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে নেন পক্ষান্তরে, 'মা'সূম' বা নিষ্পাপ এর অর্থ হলো, সকল সত্তা যাদের থেকে শরীয়তগতভাবে গুনাহ হওয়া সম্ভবই নয়