Book Name:Aal e Nabi Ke Fazail

    নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এভাবে দরূদ শরীফ পাঠ করবে, তার জন্য আমার শাফায়াত (সুপারিশ) ওয়াজীব হয়ে যায়(আত তারগীব ওয়াত তারহীব, /৩২৯, হাদীস ৩০)

 

(১) এক হাজার দিনের নেকী

جَزَى اللهُ عَنَّا مُحَمَّدًامَاهُوَ اَهْلُهٗ

    হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন(মুজামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)

 

(২) যেন শবে কদর পেয়ে গেলো:

            প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো

 (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)

لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم

    সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেইআল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান আরশে আযীমের মালিক প্রতিপালক

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১০ জুলাই ২০২৫ইং

() সুন্নাত আদব শেখা: মিনিট, () দোয়া শেখা: মিনিট,
(
) পর্যালোচনা: মিনিট মোট সময়কাল- ১৫ মিনিট

 

মাযার যিয়ারতের অবশিষ্ট আদবসমূহ

* অতঃপর ভালো ভালো নিয়্যত করার পর মাযারের দিকে রওয়ানা হবেন এবং (যিয়ারতকারীর উচিত আউলিয়ায়ে কিরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام  এর) পবিত্র মাযারে উপস্থিত হওয়ার জন্য পায়ের দিক থেকে যাওয়া এবং কমপক্ষে চার (৪) হাত দূরত্বে চেহারার সামনে দাঁড়ানো এবং মাঝারি আওয়াজে এভাবে সালাম পেশ করা: اَلسّلَامُ عَلَیْکَ یَاسَیِّدِیْ وَرَحمَۃُ اللّٰہِ وَبَرَکَاتُہٗ এরপর "দরূদে গাউসিয়া" তিন (৩) বার, আলহামদু শরীফ এক (১) বার,