Book Name:Ghos e Pak ki Naseehatain
আহ্বান করা, দ্বীনী ইলম শেখানো, মানুষের সাথে নম্র আচরণ করা, মানুষের প্রতি দয়া করা, স্নেহ করা, তাদের জন্য সম্পদ ব্যয় করা, সংক্ষেপে (শরীয়তের গণ্ডির মধ্যে থেকে) দ্বীনী বা দুনিয়াবী যেকোনো বিষয়ে মানুষের সাথে ভালো আচরণ করা- এই সবকিছু মানুষকে উপকার পৌঁছানোর অন্তর্ভুক্ত। (ফয়যুল কদীর, ৩/৬৭৪, হাদীস ৪১৩৫)
হে আশিকানে রাসূল! হুযুর গাউসে পাক, শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই বরকতময় বয়ান এবং উল্লেখিত হাদীস শরীফ থেকে জানা গেল যে, মানুষকে সাহায্য করা, গরীব, মিসকীন, এতীমদের প্রতি সহানুভূতি দেখানো, তাদের উপকার করা আল্লাহ পাকের প্রিয় বানানোর আমল। اَلْحَمْدُ لِلّٰه হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজেও অত্যন্ত সহানুভূতিশীল, অত্যন্ত শফিক এবং দয়ালু ছিলেন।
একজন দুশ্চিন্তাগ্রস্ত গরিবের মন জয়
আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে খিযর হোসাইনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে বর্ণিত আছে যে, একদিন হুযুরে গাউসে আযম শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দৃষ্টি এক দুশ্চিন্তাগ্রস্ত ফকিরের উপর পড়ে। একজন মুসলমানকে দুঃখ ও দুশ্চিন্তায় দেখে হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অস্থির হয়ে পড়েন এবং জিজ্ঞাসা করেন: مَا شَاْنُکَ অর্থাৎ তোমার কি হয়েছে? ফকির উত্তরে আরয করল: আলী জাহ! আমি দজলা নদীর ওপারে যেতে চাই, কিন্তু আমার কাছে টাকা নেই। মাঝি (অর্থাৎ নৌকা চালক) ভাড়া ছাড়া নৌকায় বসাতে রাজি নয়। মাঝির এই আচরণে আমার মন ভেঙে গেছে যে, যদি আমার কাছে টাকা থাকত তাহলে আমাকে এভাবে হতাশ হতে হতো না।