Book Name:Ghos e Pak ki Naseehatain

উপর দরুদে পাক পাঠ করে, সে আমাকে তার এবং তার পিতার নাম বলে (এবং বলে): অমুকের পুত্র অমুক আপনার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উপর দরুদে পাক পাঠ করেছে

(মাজমাউজ জাওয়ায়েদ কিতাবুদ দাওয়াত, ১০/২৫১, হাদিস:১৭১৯১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

২১তম পারা, সূরা লুকমান, আয়াত: ১৫ আল্লাহ পাক ইরশাদ করেন:

وَّ اتَّبِـعْ سَبِیْلَ مَنْ اَنَابَ اِلَیَّۚ-

কানযুল ঈমানের অনুবাদ: আর তারই পথে চলো, যে আমার প্রতি প্রত্যাবর্তন করেছে

প্রিয় ইসলামী ভাইয়েরা! এই আয়াতে করীমায় আমাদেরকে তাদের পথে চলার নির্দেশ দেওয়া হয়েছে, যারা আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তনকারী অর্থাৎ আল্লাহ পাকের পূর্ণ আনুগত্যকারী