Book Name:Ghos e Pak ki Naseehatain

গণিমত জানো! নেক লোকের সাহচর্যে বসার দরজা খোলা আছে, তাকে গণিমত জানো!

হে মানুষেরা! তোমরা যে ক্ষতি করেছ, তা পূরণ করো! যে (গুনাহের নাপাকি) জামার উপর লাগিয়েছ, তা ধুয়ে ফেলো! যে মন্দ কাজ করেছ, তা ঠিক করো...! অন্তরে যে গুনাহের কালেমা ছড়িয়েছ, তা পরিষ্কার করো! যা (অন্যায়ভাবে) নিয়েছ, তা ফিরিয়ে দাও! তোমাদের মালিক মাওলা (অর্থাৎ আল্লাহ পাক)-এর অবাধ্যতা থেকে ফিরে এসো...! আল্লাহ পাকের দরবারে উপস্থিত হও...! এখানে কেউ নেই, শুধু আল্লাহ পাকই আছেন যদি তোমরা তাঁর দরবারে উপস্থিত হও, তবে তাঁর বান্দা যদি তোমরা সৃষ্টির দিকে মুখ করো (যেমন: ধন-সম্পদ উপার্জনে মগ্ন আছ এবং এই কারণে আল্লাহ পাকের দরবারে উপস্থিত না হও, আল্লাহ পাককে ভুলে বসে আছ, তাহলে তোমরা আল্লাহ পাকের বন্দেগী করছ না বরং) সৃষ্টির বান্দা হয়ে আছ

হে মানুষ! অলসতা করো না...! কারণ অলসতা সর্বদা বঞ্চনা এবং লজ্জার কারণ তোমার আমলগুলো ভালো করো...! আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তোমার উপর অনুগ্রহ করবেন

ুযুর গাউসে পাক, শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর বয়ান অব্যাহত রেখে আরও বলেন: (হে মানুষেরা!) যখন তোমাদের মৃত্যু আসবে, তোমরা অলসতার ঘুম থেকে জাগ্রত হবে, কিন্তু তখন জাগ্রত হওয়ার কোনো লাভ হবে না। হে মানুষ! খারাপ মানুষের সঙ্গ তোমাকে ভালো মানুষের প্রতি খারাপ ধারণা পোষণকারী করে দিয়েছে। আল্লাহ পাকের কিতাব এবং সুন্নাতে মুস্তফার আলোতে জীবন যাপন করো! সফলতা তোমার কদম চুম্বন করবে। আল্লাহ পাককে এমনভাবে লজ্জা করো, যেমন তাঁকে লজ্জা করার হক রয়েছে উদাসিনতায় তোমার সময় নষ্ট