Book Name:Ghos e Pak ki Naseehatain

মাযার শরীফ যিয়ারতের আদব

প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! মাকতাবাতুল মদীনার পুস্তিকা মাযারাতে আওলিয়া কি হিকায়াত থেকে মাযার শরীফ যিয়ারতের পদ্ধতি এবং এর মাদানী ফুলগুলো শুনি

* আওলিয়ায়ে কিরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام এর মাযারে উপস্থিত হয়ে তাঁদের থেকে ফয়েয গ্রহণ করা বুযুর্গদের নিয়মিত আমল ছিল, যেমনভাবে ফিকহে হাম্বলীর অনুসারীদের শায়খ ইমাম খাল্লাল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখনই কোনো সমস্যায় পড়ি, আমি ইমাম মূসা কাযিম ইবনে জাফর সাদিক رَضِیَ اللهُ عَنْہُ এর মাযারে উপস্থিত হয়ে তাঁর ওয়াসীলা পেশ করি আল্লাহ পাক আমার সমস্যা সহজ করে আমার উদ্দেশ্য পূর্ণ করে দেন (তারীখে বাগদাদ, /১৩৩) * হযরত সায়্যিদুনা ইমাম শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন আমার কোনো প্রয়োজন দেখা দিতো, আমি দুই রাকাত নামায আদায় করে ইমাম আযম আবু হানিফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নূরানী মাযারে গিয়ে দোয়া করি, আল্লাহ পাক আমার প্রয়োজন পূর্ণ করে দেন (আল-খাইরাতুল হিসান, পৃ. ২৩০) * (যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের ওলীর মাযার শরীফ অথবা) কোনো মুসলমানের কবরের যিয়ারতে যেতে চায়, তাহলে মুস্তাহাব হলো যে, প্রথমে নিজের ঘরে (মাকরূহ সময় ছাড়া) দুই রাকাত নফল নামায পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসী এবং তিনবার সূরা ইখলাস পড়বে এবং এই নামাযের সাওয়াব কবরবাসীকে পৌঁছাবে আল্লাহ পাক সেই মৃত ব্যক্তির কবরে নূর সৃষ্টি করবেন এবং এই (সাওয়াব পৌঁছানোকারী) ব্যক্তিকে অনেক বেশি সাওয়াব দান করবেন

(ফাতাওয়া আলমগীরী, /৩৫০)