Book Name:Ghos e Pak ki Naseehatain

* গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শাহজাদা হযরত আব্দুল ওয়াহাব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মাহফিলে বড় বড় ওলামা এবং মাশায়েখ উপস্থিত থাকতেন * তাদের মধ্যে ৪০০ জন বড় বড় আলেম এমন ছিলেন, যারা নিয়মিত কাগজ-কলম নিয়ে তাঁর বাণী ইরশাদসমূহ লিখতেন (বাহজাতুল আসরার, পৃ: ১৭৭) * শায়খ উমর কাইমানী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এমন কখনো হয়নি যে, তিনি বয়ান করেছেন এবং মাহফিলের কেউ তাওবা করেনি তাঁর বয়ান শুনে অবশ্যই কেউ না কেউ তাওবা করতো, আর অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতো (কালাইদুল জাওয়াহের, পৃ: ৯৩) * গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজেই বলেন: আমার হাতে হাজারেরও বেশি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে এবং এক লাখেরও বেশি গুনাহগার তাওবা করেছে (কালাইদুল জাওয়াহের, পৃ: ৯৬)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হে আশিকানে রাসূল! আপনারা শুনেছেন! হুযুর গাউসে পাক, শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বয়ান কেমন প্রভাবময় ছিল লোকেরা তাঁর বয়ান শুনে অত্যন্ত প্রভাবিত হতো, তাদের অন্তরে খোদাভীতি সৃষ্টি হতো, ইশকে মুস্তফার প্রদীপ প্রজ্বলিত হতো তাঁর বয়ান শুনে লোকেরা তাদের গুনাহের জন্য লজ্জিত হতো এবং তাওবা করে নেককার হয়ে যেতো কত সৌভাগ্যবান সেই আশিকানে আওলিয়া যারা দাওয়াতে ইসলামীর দ্বীনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে দরস বয়ানের সৌভাগ্য অর্জন করে আল্লাহ পাক আমাদেরকে নেকীর দাওয়াত দেওয়ার অশেষ প্রেরণা নসীব করুক

اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم