Book Name:Ghos e Pak ki Naseehatain

করো না...! তোমরা এমন সম্পদ জমা করতে ব্যস্ত, যা তোমরা ব্যবহার করবে না; এমন স্বপ্ন দেখো, যা পর্যন্ত পৌঁছাতে পারবে না; এমন অট্টালিকা তৈরি করো, যেখানে তোমরা (চিরকাল) থাকবে না; আর এই সব কিছু তোমাদেরকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়া থেকে উদাসিন করে দিয়েছে

গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর বয়ানের ধারা আরও এগিয়ে নিয়ে গিয়ে বললেন: এতে কোনো সন্দেহ নেই যে, সমস্ত কল্যাণ আল্লাহ পাকের কাছেই রয়েছে এবং সমস্ত অকল্যাণ গায়রুল্লাহর (অর্থাৎ আল্লাহ পাকের শত্রুদের) কাছেই রয়েছে কল্যাণ এতেই আছে যে, আল্লাহ পাকের দরবারে উপস্থিত হও...! আল্লাহ পাকের ইজ্জতের দরবার থেকে দূরে পালানোর মধ্যে কেবল অকল্যাণই আছে

হে মানুষেরা! তোমাদের উপর আবশ্যক যে, (): মৃত্যুকে স্মরণ করো! (): বিপদে ধৈর্যধারণ করো! (): এবং সর্বাবস্থায় আল্লাহ পাকের উপর ভরসা রাখো...! যখন এই তিনটি গুণ তোমাদের মধ্যে পুরোপুরিভাবে সৃষ্টি হয়ে যাবে, তখন তোমাদের মৃত্যু এমন অবস্থায় আসবে যে, মৃত্যুকে স্মরণ করার কারণে তোমরা দুনিয়াত্যাগী হয়ে যাবে, ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহ পাকের দরবার থেকে কাঙ্ক্ষিত পুরস্কার পাবে এবং তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহ পাকের সাথে তোমাদের সম্পর্ক দৃঢ় হয়ে যাবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

(উপদেশ ): দ্বীনের ক্ষতি সাধনকারী চারটি বিষয়

৫৪৪ হিজরীর ১২ই শাওয়ালুল মোকাররম, সন্ধ্যায় হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর মাদরাসায় বয়ান করতে গিয়ে বলেন: তোমাদের দ্বীনের ক্ষতি চারটি বিষয়ে নিহিত: