Book Name:Ghos e Pak ki Naseehatain
তোমাদের হিসাবই নেওয়া হবে না, যেন তোমাদের পুলসিরাত পার হতেই হবে না? এই হলো তোমাদের অবস্থা...! আর তোমরা মুসলমান হওয়ার দাবি করো...! (মনে রেখো!) এই হলো কুরআনুল করীম, যদি তোমরা এর উপর আমল না করো, তবে কিয়ামতের দিন এটি তোমাদের বিরুদ্ধে প্রমাণ হবে।
হে আশিকানে গাউসে আযম! দেখুন! হুযুর গাউসে পাক শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কেমন উচ্চমানের, প্রজ্ঞাময় এবং উদাসিনতা থেকে জাগ্রতকারী উপদেশ! হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমাদের পীর, পীরানে পীর। আহ! আমরা যেন তাঁর এই উপদেশগুলো মেনে চলি। اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم
নেক আমল নম্বর ৩৩ এর উৎসাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! গাউসে পাকের এই উপদেশগুলো মেনে চলার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং ১২টি দ্বীনী কাজে অত্যন্ত আগ্রহের সাথে অংশগ্রহণ করুন। কাফেলায় সফর করুন এবং নেক আমলের উপর আমল করুন। শায়খে ত্বরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত “৭২টি নেক আমল” এর মধ্যে নেক আমল নম্বর ৩৩ হলো: আজ কি আপনি তাহাজ্জুদের নামায পড়েছেন? অথবা রাতে না ঘুমিয়ে থাকলে সালাতুল লাইল আদায় করেছেন? এই নেক আমলের উপর আমল করার বরকতে আল্লাহ পাকের আদেশ পালন করা এবং নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকার পাশাপাশি নেক কাজ করার প্রেরণা সৃষ্টি হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমীন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد